পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ8Ե যশোহর-খুলনার ইতিহাস অবস্থায় মোগলের সহিত বিরোধ করিতে আসা র্তাহাব পক্ষে সম্ভবপর বলির বোধ হয় না। অপর পক্ষে বিদ্রোহ দমন করিতেই আজমের আগমন ; অথচ তিনি প্রতাপের পথ আগুলিয়া অস্বাস্থ্যকর নিম্নবঙ্গে বসিয়া থাকিতে পারেন না। সুতরাং তিনি প্রতাপের মত দুৰ্দ্দান্ত জমিদারের গতিবিধি পৰ্য্যবেক্ষণ করিবার জন্ত ভবেশ্বরকে থানাদার করিয়া, যশোর রাজ্যের ঠিক উত্তর সীমায় ছাউনী করিয়া থাকিতে আদেশ দিলেন এবং সৈন্তবর্গের ব্যয় নিৰ্ব্বাহের জায়গীর স্বরূপ উক্ত চারি পরগণার সনন্দ দিলেন। কেশবপুরের নিকট ভদ্রনদীর অপর পারে যেখানে ভবেশ্বরের প্রথম ছাউনী হয়, সেখানে হাট বসিল, ভবেশ্বরের নামে হাটের নাম হইল ভবহাটি এবং দুই মাইল উত্তরে যেখানে মাটর গড় করিয়া ভবেশ্বর প্রথম আবাসস্থান স্থাপন করিলেন, তাহারই নাম হইল মূলগ্রাম। • ১৫৮৮ খৃষ্টাবে ভবেশ্বরের মৃত্যু হয়। তাহার পর উক্ত পরগণাগুলি তৎপুত্ৰ মহতাবরাম রায়ের হস্তগত হয় । সম্ভবতঃ তিনি প্রতাপাদিত্যের সহিত সদ্ভাব স্থাপন করিয়া চলিতেন। রাম রাম বস্ন লেন, বাদশাহ আকবর সর্বপ্রথম আবরাম খাকে প্রতাপের বিরুদ্ধে পাঠান এবং তিনি সেই যুদ্ধে নিহত হন। ফতেপুর-শিকরীর সেখ সেলিমের ভ্রাতুপুত্র সেখ ইব্রাহিম খ। আজমের শাসনকালে বঙ্গ বিহারে ছিলেন বটে, কিন্তু তিনি প্রতাপের সহিত যুদ্ধ করিয়াছিলেন বলিয়া মনে হয় ন এবং তাহার মৃত্যুও ১৫৯২ খৃষ্টাবে আগ্ৰায় হইয়াছিল। শ্ৰীযুক্ত নিখিল বাবু, ঘটককারিক ও বস্থ মহাশয়ের উক্তির কতকটা সমন্বয় করিতে গিয়া উহার অনৈতিহাসিক অংশ বাদ দিয়া অনুমান করিয়াছেন যে, খ আজমের সহিত বিরোধ উপস্থিত হইলে, প্রথম ইব্রাহিম সৈন্ত লইয়া যান, এরং তিনি পরাজিত হইয় প্রত্যাগমন করিলে পরে আজম গিয়া প্রতাপাদিত্যকে পরাজিত করেন। কেহ কেহ বলেন, খ আজমই পরাজিত হইয়াছিলেন, এবং বসিরহাটের সন্নিকটবৰ্ত্তী সংগ্রামপুরে যুদ্ধ হয়। কিন্তু এ বিষয় আমরা নিংসন্দেহ নছি। তবে ঘটককারিকার কথা পরিত্যাগ কৰিলেও বস্তু মহাশয়ের উক্তি

  • বর্তমান কেশবপুরের দুই মাইল উত্তরে এখনও মূলগ্রাম আছে। সেখানে ভৰেশ্বর BBBB BBB BBBB BB DDB S BBB BBBBB BBB DBBB BDDD DDD অধিবাসী। তাহার। সকলেই কাসা পিত্তলাদি ধাতুদ্রব্যের ব্যবসায়ী।

i Ain.Bloch, p. 403 নিখিল বাবুর প্রতাপাদিত্য, ১৩৪-পূঃ।