পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રઉતાર" যশোহর-খুলনার ইতিহাস হইয়া সুবর্ণরেখার দুই পারে দাড়াইল । কয়েকদিন পরে মানসিংহ তথায় একটি দুর্গ নিৰ্ম্মাণের চেষ্টা করিলে, একদিন পাঠান সৈন্ত সুবর্ণরেখা পার হইয় মোগলদিগকে ভীম বেগে আক্রমণ করিল। - সম্মুখে ৭৫টি হস্তী ও ৮৪০০ অশ্বারোহী লইয়া কতলু খার দুই পুত্র নসিব ও জমাল খ এবং পশ্চাতে ৮০টি হস্তী ও ১২০০ অশ্বারোহী সহ ঈশা খার পুত্রদ্বয় সুলেমান ও ওসমান যুদ্ধার্থ দণ্ডায়মান। অপর পক্ষে মানসিংহ স্বয়ং মধ্যস্থলে এবং বিহারী সৈন্য লইয়া দক্ষিণ ভাগে রায় ভোজ, রাজা সংগ্রাম ও বাকির খ এবং বামভাগে তোলক খ্ৰী, ফরাক থা প্রভৃতি সেনানীবৰ্গ ভীষণ যুদ্ধ করিলেন। মোগলের কামান সমূহ সৰ্ব্বাগ্রে থাকায় গোলাঘাতে হস্তী সমূহ ব্যাকুল হইয়া পড়িল। বাবুই মানকী ও পাহাড় ধী প্রভৃতি বঙ্গীয় সেনানীগণ হঠাৎ অগ্রবর্তী হইয়া পাঠান দলের দক্ষিণাংশের সহিত যুদ্ধ করিতে প্রবৃত্ত হইলেন। * প্রতাপাদিত্য এই বাবুই মানকীর পাশ্ববৰ্ত্ত হইয়া অমানুষিক বীরত্ব প্রদর্শন করিলেন। বৃদ্ধ পাহাড় খা প্রভৃতি র্তাহার সে বীৰ্য্যপ্রভ দেখিয়া চমকিত হইয়াছিলেন। অবশেষে আফগানের পরাজিত হইল এবং তিন শত সৈন্তকে শবরূপে রণক্ষেত্রে রাখিয়া পলায়ন করিল। পরদিন মোগলের আরও অগ্রসর হইয়া জলেশ্বর দখল করিয়া লইল । সৈয়দ খাঁ রুগ্নদেহ লইয়া আর অগ্রসর হইতে স্বীকৃত না হইয়৷ এই স্থান হইতে বঙ্গের দিকে ফিরিলেন। কিন্তু মান সিংহ এবার শত্রুদিগকে সম্পূর্ণরূপে উৎখাত না করিয়া নিবৃত্ত হইবেন না। পাহাড় খ ও বাবুই মানকী রাজারই অম্নবৰ্ত্তন করিলেন। প্রতাপাদিতা সেই সঙ্গে ছিলেন। তিনি এবার উড়িষ্যায় তীর্থ দৰ্শন করিবেন এবং খুল্লতাতের জন্য ঐবিগ্রহ সংগ্ৰহ করিবেন। মানসিংহ ভদ্রকে আসিয়া শুনিলেন, পাঠান সেনানীবৰ্গ কটকের নিকটবৰ্ত্তা সরণগড় দুর্গে এবং কতক সমুদ্র সান্নিধ্যে আলদুর্গে আশ্রয় লইয়াছে। দুর্জন সিংহ প্রভৃতি আলদুর্গ দখল করিতে প্রেরিত হইলেন। মান সিংহ স্বয়ং কটকে পৌছিয়া সরণগড় অবরোধ করিলেন। তিনি এই বার ইউসফ খার উপর ভারাপণ করিয়া

  • Akbarnama III pp. 033.6. জলেশ্বরের সন্নিকটে ষে যুদ্ধ হইয়াছিল, তাছা এদেশে প্রচলিত প্রবাদে এবং রামগোপাল রায় কৃত "সারতত্ত্ব তরঙ্গিনীতে” আছে—“জলেখর পাটনায় হইল সংগ্রাম" এখানে “পাটনা" বলিতে পত্তন বুঝাইতেছে। নিখিল বাবুর গ্রন্থ ২৮২ খৃঃ। ।