পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উড়িষ্যাভিযান ও বিগ্রহ-প্রতিষ্ঠা ૨ઉ૭ স্বয়ং পুরীতে গিয়া জগন্নাথ দৰ্শন করিয়া আসিলেন। প্রতাপাদিত্যও তাহার সহযাত্রী হইয় তীর্থ দৰ্শন করিলেন। এই সময়ে রামচন্দ্র খুদ ও পুরীর অধীশ্বর; সরণগড় তাহারই অধিকারভুক্ত। মান সিংহ ভাবিলেন রামচন্দ্র নিশ্চিতই তাহার সহিত সাক্ষাৎ করিবেন । কিন্তু তাহা করিলেন না ; তিনিও পাঠানদিগের সহিত সহযোগী হইয় মোগলের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়াছিলেন। কিন্তু টােডর মল্পের সময় হইতে তিনিই মোগলের সামন্তরাজ ছিলেন। মানসিংহ তাহার বিরুদ্ধ স্বভাব দেখিয়া পূৰ্ব্ব কথা বিস্তুত হইলেন এবং জগৎ সিংহ প্রভৃতি সেনানীবৰ্গকে রামচন্দ্রের রাজ্য আক্রমণ করিবার আদেশ দিলেন। রামচন্দ্র তখন দুর্ভেস্থ খুর্দ দুৰ্গে আশ্রয় লইলেন ; মোগল সৈন্তেরা মহোল্লাসে তাহার রাজ্যের সর্বত্র লুটপাঠ করিতে লাগিল। সম্ভবতঃ এই সময়ে প্রতাপাদিত্য পুরী বা তন্নিকটবর্তী কোন স্থান হইতে ৮গোবিন্দদেবের অপূৰ্ব্ব ঐবিগ্রহ ও স্বন্দর একটি শিবলিঙ্গ সংগ্ৰহ করিলেন । বাদশাহ আকবর কিন্তু মান সিংহের এই নূতন নীতির অনুমোদন করিলেন না। পুরাতন ভূম্যধিকারী ছিন্দুরাজন্তের সহিত বিবাদ করা তাহার অভিপ্রেত ছিল না। হিন্দুর সহিত মিত্রতা করিয়া পাঠানদিগকে প্যুদস্ত করাই তখনকার সমীচীন উদ্দেশ্য। মানসিংহ বাদশাহের পত্র পাইয়া মত পরিবর্তন করিলেন । বিপন্ন রামচন্দ্ৰও সময় বুঝিয় তাহার সহিত সাক্ষাৎ করিলেন। অবশেষে তাহার সহিত সন্ধি হইল। পাঠানের পক্ষ ত্যাগ করিবার সর্তে সমস্ত উড়িষ্য রাজ্য র্তাহাকে প্রত্যপিত হইল। সুবর্ণরেখা নদী তাহার রাজ্যের সীমা ছইল। অবশেষে পাঠানগণও সরণগড় এবং আলপ্পুর্গে আত্মসমর্পণ করিয়া সন্ধি করিল, তাহার স্নবর্ণরেখা পার হইয়া উড়িষ্যায় প্রবেশ করিতে পারিবে না ইহাই স্থির হইল। এই সময় হিজলী তাহাদের প্রধান কেন্দ্র হইল। পাঠানদিগকে বিক্ষিপ্ত করিয়া দিবার নিমিত্ত মান সিংহ তাঙ্গদের প্রধান প্রধান দলপতিকে বঙ্গের নানা স্থানে জায়গীর দিয়াছিলেন। কথিত আছে, মানসিংহ খাজা সুলেমান, ওসমান, সের র্থ ও হৈবৎ খাকে খালিফতাবাদে জায়গীর দেন এবং তাহির খাঁ ও বাকির খ। তাহাদের অনুবৰ্ত্তী হইয়াছিলেন । * এই খালিফাতাবাদ ঘে বর্তমান খুলনার

  • When rebels of orissasubmitted, the Raja gave Khwaja Sulaiman,Khwaja Usman,sher khan aud Haibat khan fiefs in Khalifatabad and selected Tahir khan, Khwaja Baqir Ansari to accompany them” A N. (Bev.) III p. 968