পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস وكY=s =teق چf خيیمیئ۹ ঐতিহাসিক অংশ-মোগল আমল প্রথম পরিচ্ছেদ ASAMMAMMAMALLA AAAAASAAAS উপক্ৰমণিকা క్సాస్కో^^^^ নদী-ধারা যেরূপ ক্রমশ: বিস্তৃতি লাভ করিয়া সমুদ্রগামী হয়, আমাদের আলোচ্য ইতিহাসের ধারাও তেমনি ভারতেতিহাসের অঙ্গীভূত হইতে চলিয়াছে। অতি প্রাচীন-কালে এতদঞ্চল সমুদ্রগর্ভে ছিল; হিন্দু-বৌদ্ধযুগে নবোখিত ভূভাগে যাহা কিছু কীৰ্ত্তি-কাহিনী জাগিয়াছিল, মুন্দরবনের সাধারণ প্রকৃতিবশে, উত্থান পতনের বিচিত্র নিয়মে, তাহার অধিকাংশ বিলুপ্ত হইয়াছিল এবং ঐতিহাসিকের অধ্যবসায় শুধু বিফলতায় পরিণত করিতেছিল। এমন সময়ে পাঠান জাতি আসিল ; মুসলমানের ধৰ্ম্মমন্ত্র প্রচারের সঙ্গে সঙ্গে রাজ্যজয় চলিল ; সে রাজশক্তির পতাকা ধরিয়া হিন্দুর আবার আসিয়া কিরূপে এই প্রদেশে উপনিবেশ স্থাপন করিল, তাহা আমরা পূৰ্ব্বখণ্ডে দেখাইয়াছি। হিন্দুদিগের সাধারণ জাতীয় প্রকৃতিই এই যে, যতক্ষণ তাহাদের ধৰ্ম্ম বা গার্হস্থ্য-জীবন অক্ষুণ্ণ থাকে, ততক্ষণ তাহার রাজশক্তি বিশেষ বিচার করে না ; যতক্ষণ কেহ ধৰ্ম্ম বা সমাজে হাত না দেয়, ততক্ষণ তাঙ্গাবা কাহারও বিরুদ্ধাচরণ করে না। ইসলাম মন্ত্র প্রচারের জন্ত বাঞ্ছার