পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રઉ૭ যশোহর-খুলনার ইতিহাস সে তিনটি মন্দিরে অন্ত কোন বিগ্রহ ছিল কি না, বা তাহ কি কার্য্যে ব্যবহৃত হুইত, তাহা জানিবার উপায় নাই। সম্ভবতঃ উত্তর ও দক্ষিণ পোতার মন্দিরে অন্য বিগ্রহ থাকিতেন এবং পশ্চিম দিকে সাধু সন্ন্যাসীর আশ্রম গৃহ ছিল। যে মন্দিরটি দণ্ডায়মান আছে, তাহার চূড়া নাই ; উহার গুম্বজ বা চুড়া ছিল কি না, তাহাও বলা যায় না। তবে মন্দিরটি দোতাল ; নিম্ন তালায় পূজা গৃহ ও তাহার পাশ্ব দিয়া সিড়ি আছে; উপর তালায় ঠাকুরের শয়নগৃহ ছিল। এখনও মন্দিরের যতটুকু থাড়া আছে, তাহার উচ্চতা ৩০ ফুট হইবে । মন্দিরের ভিতরের মাপ ১৬-৬%x১৬"-৬ ইঞ্চি ; ভিত্তি ৮-৯%; দরজার খিলান ৬-৭× ×৫ ফুট। পশ্চিম দিকে সদর দুয়ার ; দক্ষিণ ও পূৰ্ব্বদিকেও দরজা আছে কিন্তু উত্তরদিকে কোন দ্বার নাই। মন্দিরের গায়ে দেবদেবীর মূৰ্ত্তি ও কারুকার্যের পরিচয় এখনও আছে। কোন শিলা বা ইষ্টক-লিপি নাই ; হয়ত যাহা ছিল, তাহ নষ্ট বা অপহৃত হইয়াছে। মন্দিরগুলির পশ্চিম দিকে প্রকাগু দোল-মঞ্চের ভগ্নাবশেষ এখনও বর্তমান রহিয়াছে। • এবং মন্দিরের ৮১. রশি উত্তরে গ্রকাণ্ড দীর্ঘকা। যশোহরপুরীকে কাশীর সহিত তুলনা করিতে গিয়া পণ্ডিতপ্রবর যে শ্লোক রচনা করিয়াছিলেন, তাহাতে এই দীর্ঘিকাই মণিকর্ণিকার মত তীর্থ সরোবরের সহিত তুলিত হইয়াছে। বাস্তবিকই ইহা একটি সুবিস্তীর্ণ জলাশয়, উহার জলাশয়েরই পরিমাণ ৯৯/বিঘা ; তাহা ব্যতীত পাহাড় লইয়া দীঘিকায় বিস্তৃতি আরও অধিক। । এই সুন্দর জলাশয় মহারাজ প্রতাপাদিত্যের জলদান পুণ্যের পরিচয় দিতেছে। যশোহরখুলনায় ইহার সহিত মাত্র খাঁ জাহানালির ঘোড়াদীঘি ও সীতারামের রামসাগর দীঘির তুলনা হইতে পারে। • গোপালপুরের মন্দিরের পশ্চিম ধারে নকিপুর নিবাসী জীযুক্ত কেয়ার নাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় নিজ বাগান বাটীতে ১৩২১ সালে একটি পুষ্করিণী খনন কালে মৃত্তিকার নিয়ে कtब्रक इोप्न इंटेक-अंथिष्ठ निढ़ि, उघ्रं कूकमूर्डि, कङक९णि भां:िीब्र श्रांठब्रजांन अद९ &की প্রকাও কাসার বাট পাইয়াছেন । i “It was a magnificent reservoir at one time but at present it is overgrown with weeds and thorns” Ancient Monuments, p 148. 43 offizio goto কলিকাতা নিৰালী ৮ইনাথ দাস উকীল মহাশয়ের সম্পত্তিভূক্ত।