পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিগ্ৰহ-প্রতিষ্ঠা S(ta গোপালপুরের নূতন মন্দিরে গোবিন্দদেব বিগ্রহের প্রতিষ্ঠার সময় এক বিরাট মহোৎসব অনুষ্ঠিত হইয়াছিল, দেশ দেশান্তরের পণ্ডিত ও সাধু সন্ন্যাসীর সমাগমে এবং যজ্ঞানুষ্ঠানের সমারোহে বিস্তীর্ণ যশোহরপুরী বহুদিন ধরিয়া আনন্দ কোলাহলে প্রমত্ত হইয়াছিল। কথিত আছে, এতদুপলক্ষে লক্ষ ব্রাহ্মণভোজন করাইয়া দক্ষিণ প্রদত্ত হয় এবং তাহাদের পদধূলি সংগৃহীত হইয়াছিল। এই সময়ে একদিন চাচড়ার পূৰ্ব্বপুরুষ যজ্ঞেশ্বর রায় ব্রাহ্মণভোজন কালে হঠাৎ ঝড় উঠলে, বীরবিক্রমে যজ্ঞরক্ষা করিয়া প্রতাপের তুষ্টসাধন করিয়াছিলেন। সে কথা আমরা পূৰ্ব্বে বলিয়াছি। পূৰ্ব্বেই বলা হইয়াছে, বল্লভাচার্য্য উড়িষ্যা হইতে বিগ্রহের সঙ্গে আসেন এবং সেবায়েৎ নিযুক্ত হইয় অধিকারী উপাধিতে পরিচিত হন। অধিকারী মহাশয়কে পুরুষানুক্রমে এদেশে বাস করিতে হইলে, সামাজিক বিপত্তি উপস্থিত হইবে বলিয়, প্রতাপাদিত্য এদেশীয় রাঢ়ীয় ব্রাহ্মণের সহিত র্তাহার বৈবাহিক সম্বন্ধ ঘটাইয়া দেন এবং তাহার ফলে অধিকারিগণ ক্রমে এদেশীয় সমাজভুক্ত হইয়া গিয়াছেন। প্রতাপের জীবদ্দশায় বল্লভাচার্য ও র্তাহার জ্যেষ্ঠ পুত্র নৃসিংহদেব চক্ৰবৰ্ত্তীর মৃত্যু হয়। ১৬৭৯ খৃষ্টাব্দে প্রতাপের পতনের পর যখন বসন্ত রায়ের পুত্র চাদ রায় পৈতৃক রাজ্য লাভ করেন, তখন তিনি বল্লভাচার্য্যের কনিষ্ঠ পুত্র রাঘবেন্দ্র অধিকারীকে যে সনন্দ দিয়াছিলেন, তাহা এখনও অধিকারী মহাশয়দিগের গৃহে আছে। উহার অবিকল প্রতিলিপি এই – e) গোবিন্দ দেব \ —o > g. স্বস্তি পূজ্যতম ঐযুক্ত রাজ ঐচাদ রায়ন্ত । রাঘবেন্দ্র অধিকারী ও ঐযুক্ত রাজেন্দ্র অধিকারী চরণেষু প্রণামা বিজ্ঞাপনঞ্চ বিশেষ আমার অধিকার চাকূল ধুলিয়াপুরের গ্রামহীয়ে শ্ৰীশ্ৰী৮ ঠাকুরের সেবার্থে অজবঞ্জর খারিজ জমা ২৮৬/• Ex