পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:®bሥ যশোহর-খুলনার ইতিহাস দুইসত ছেয়াসি বিঘ ভূমি মাফিক তপশিল দেবত্তর দিলাম। অতএব তোমরা ঐ ভূমি উত্থিত করিয়া উহার উপস্বত্ত লইয়৷ শ্ৰীশ্ৰী৮ সেবা করিয়া পুত্র পৌত্রাদিক্রমে পরম মুখে ভোগ করিবে। ইতি সন ১০১৬ দশ শত সোলে সাল তারিখ .....২১ চৈত্র** उ१*ील छ्रुभिः--२५७/ জায় গোপালপুর . ১•১/ হাসনকাটি . ৪/ কাছিমপুর ১৩/ দুর্গাপুর ... ২) ভুরলিয়া ... ৭/ হাসনকাটির পূর্ব মদমনীর মধ্যে চর ১১১/ শ্রীরামপুর • ৪/ বিষ্ণুপুর . ৪/ ধলবাড়িয়া , ১/ অনন্তপুর ... ২৯/ সোণামারী ... ৭y খানপুর . ৩/ গোপালপুরে যেখানে এক্ষণে গদাধর ঘোষের বাড়ী রহিয়াছে, ঐ স্থানে অধিকারী মহাশয়দিগের বসতি বাড়ী ছিল। প্রতাপের পতনের পর যশোহর রাজধানী ঐশ্লষ্ট হয় এবং অল্পকাল মধ্যেই সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয়ে ক্রমে জঙ্গলাকীর্ণ হইয় পড়ে। ক্রমে গোপালপুরের ও সেই দশা হয়। তখন অধিকারীরা ঠাকুর লইয়া পরমানন্দকাটতে আসিয়া বাস করেন। চাদরায়ের পৌত্র রাজা শুiমন্বন্দরের সাহায্যে সেখানেও vগোবিন্দদেবের জন্য মন্দির ও দোলমঞ্চ নিৰ্ম্মিত হইয়াছিল। উহার ভগ্নাবশেষ এখনও আছে। গোবিন্দদেব শতাধিক বর্ষ কাল পরমানন্দকাটিতে ছিলেন। পরে যখন বাজিতপুর পরগণা কলিকাতার পাথুরিয়া ঘাট নিবাসী লাডিমোহন ও গোপীমোহন ঠাকুর খরিদ করেন, তখন পরমানন্দকাটি উক্ত পরগণার অন্তর্গত বলিয়া তাহার ৮গোবিন্দদেব বিগ্রহেরও মালিক হইতে ইচ্ছা করেন। সেই উদেখে এগোবিন্দদেবের পূজার সংকল্প তাহাদের নামে করাইবার জন্য অধিকারীদিগকে আদেশ দেন। কিন্তু উহার কিছুতেই পীরালি সংশ্ৰব-দুষ্ট ঠাকুর বাবুদের নামে পূজার সংকল্প করিতে সম্মত হইলেন না। তাহার ফলে অধিকারীদিগের উপর অত্যাচার আরম্ভ হইল । তখন ১২-৩ সালে (১৭৯৭খৃঃ) অধিকারীরা ঠাকুর লইয়া পুনরায় গোপালপুরে আসিয়া বাস করেন ; চাঁদ রায়ের বংশীয় রাজাগণ ঐ সময়ে কুরনগরের অন্তর্গত রামজীবনপুরে বাস করিতেছিলেন। ঠাকুরবাবুর গোপালপুব হইতে জোর