পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিগ্ৰহ-প্রতিষ্ঠা ՀՓՏ করিয়া ৮ঠাকুর দখল করিবার চেষ্টা করিলে, অধিকারীরা গোবিন্দদেবকে রামজীবনপুরে রাজবাড়ীতে গুপ্তভাবে রক্ষা করেন। তখন ঠাকুর বাবুদের পক্ষ হইতে রামদুলাল ও রামচাদ অধিকারীর নামে ৮ঠাকুর চুরীর মোকদম হয়।* ১২০৪ সালের ৩০শে মাঘ (৯ই ফেব্রুয়ারী, ১৭৯৮) তারিখে যশোহর ফৌজদারী আদালতে এই মোকদ্দমার যে বিচার হয়, তাহার রায় হইতে জানিতে পারি, যে, ৮ঠাকুরের উপর অধিকারীদের স্বামিত্বই স্থিরীকৃত হয় এবং ঠাকুরবাবুর হারিয়া গিয়া মোকদ্দমার খরচার দায়িক হন। অবশেষে ১২৩৫ সালে রামদুলাল অধিকারীর পুত্র ও জ্ঞাতি ভ্রাতুপুত্রগণ রায়পুর গ্রাম পত্তনী লইয়া তথায় আসিয়া বাস করেন। y গোবিন্দদেব তখন রামজীবনপুরে ছিলেন ; অধিকারীরা ঠাকুরকে রায়পুরে আনিবার প্রস্তাব করিলে রাজার ঠাকুর আনিতে দিতে চাহেন না। তখন অধিকারীদের সহিত রাজাদের ফৌজদারী মোকদমা উপস্থিত হইলে, বারাসাতের জয়েন্ট ম্যাজিষ্ট্রেটের কোর্টে ১৮৩০ খৃষ্টাব্দের ২৯শে অক্টোবরতারিখে বিচার হইয়া স্থির হয় যে,ঠাকুর অতিপূৰ্ব্বকাল হইতে অধিকারীদের

  • অধিকারী মহাশয় দিগের বংশাবলী এইরূপ :

বল্লভাচার্য্য — — i নৃসিংহদেব চক্ৰবৰ্ত্তী রাজেন্দ্র চক্রবত্তী | রাঘবেন্দ্র চক্রবর্তী রঘুনন্দন রামরুদ্র রামকানাই রাধাকৃষ্ণ কুঞ্চপ্রসাদ | ཤ་གྀ།།༥ ཝ་གཱais TT I . |-T ब्रांभल्लtछ् 3ंभश्मि ||ಕ རྡོ་ཀ་ན་ཝ་ ੰਬਰ ਜੋੜ চন্দ্রনারায়ণ 8.ཟ་ཀ་ཎ་ཝ | পূর্ণচন্দ্র (দত্তক) | জ্ঞানেন্দ্র ( জীবিত ) শিবনারায়ণ ཟ་སྟགnག་ | - शृांछदकहीं | | | |