পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬8 যশোহর-খুলনার ইতিহাস উৎকলেশ্বর শিব মন্দিরের প্রকাও ইষ্টকস্তুপ রহিয়াছে। ঐ স্থানে একখানি গোলাকার প্রস্তর-ফলকে একটি শিলালিপি আবিষ্কৃত হয় ; উহ। এই – নিৰ্ম্মমে বিশ্বকৰ্ম্ম যৎ পদ্মযোনি-প্রতিষ্ঠিতং 豪 উৎকলেশ্বরসংজ্ঞঞ্চ শিবলিঙ্গমমুত্তমম্। প্রতাপাদিত্যতৃপেনানীতমুংকলদেশতঃ ততো বসন্তরায়েন স্থাপিতং সেবিতঞ্চ তৎ।” এই শিলালিপি খানি কাটুনিয়ার রাজবংশীয় রাজা রমেশচন্দ্র রায় মহাশয়ের নিকট ছিল । * প্রতাপাদিত্য ও বসন্তরায়ের নাম সংযুক্ত শিলালিপি আর পাওয়া যায় নাই ; উহাতে কোন তারিখদি না থাকিলেও ঐতিহাসিকের নিকট ইহার মূল্য বড় বেশী ; কিন্তু দেশের দুর্ভাগ্যক্রমে ইহাও অযত্নে অপহৃত হইয়াছে। লিপিতে আছে যে শিবলিঙ্গ বিশ্বকৰ্ম্ম বিনিৰ্ম্মিত, সুতরাং উহা যে সুন্দর ও

  • রাজা রমেশচন্দ্র এখনও জীবিত ৷ ইনি রাজা যতীন্দ্রমোহনের জ্ঞাতি খুল্লতাত ।

রাজা রমেশচন্দ্রের নিকট এই শিলালিপি ছিল : প্রায় পচিশ বৎসর পুৰ্ব্বে যখন যুক্ত সত্যচরণ শাস্ত্রী মহোদয় প্রতাপাদিত্যের বিবরণী সংগ্রহ জষ্ঠ কাটুনিয়ায় আসেন, তখন তিনি স্বচক্ষে শিলালিপিখানির পাঠোদ্ধার করিয়া স্বীয় গ্রন্থ মধ্যে সন্নিবেশিত করেন ( ১ম সংস্করণ, ৬৪ পৃঃ) শাৰী মহাশয়ের গ্রন্থ হইতেই লিপিটি নিখিল বাবুর গ্রন্থে ও অস্তান্ত স্থলে প্রকাশিত হয়। টাকি নিবাসী প্রযুক্ত ফণিভূষণ বস্তু এম. এ. মহাশয় এক সময়ে প্রেসিডেন্সি ডিভিসনের স্কুল সমূহের অতিরিক্ত ইনস্পেক্টর ছিলেন। তিনি রমেশচন্দ্রের ভগিনীপতি এবং শিক্ষিত সমাজে সুপরিচিত। রমেশচন্দ্র বঙ্গীয় সাহিত্য-পরিষদ ও অন্তান্ত পণ্ডিত-সমাজে দেখাইবায় জগু শিলালিপিখানি ফলিকাতায় লইয়া যান, সকলকে দেখাইবার পর উহ ফণীবাবুর কলিকাতার বাসাবাটাতে রাখিয়া আসেন। কিছুদিন পরে ফণীবাবুর বট পরিবর্তন করিবার কালে (সম্ভবতঃ ১৯১৬ খৃষ্টাব্দে ) উহা অযত্নের ফলে বিলুপ্ত হয়। জার তাহার সদ্ধান পাওয়া যায় নাই। উহার উদ্ধারের জন্ত আমি রাজা রমেশচন্দ্রের পত্র লইয়৷ रुनैदाबूब चाब्रइ श्ब्राझिलाभ, किड cकन फ्ण श्द्र ना३ । कि छप्व कनैबांबू णिनि খানি পাইয়াছিলেন, উহাতে কি লিখিত ছিল এবং পরে উহ। তাহার নিকট হইতে কি ভাবে খিনই হয়, তাহার সাক্ষ্য স্বরূপ তিনি আমাকে একখানি পত্র লিখিয়াছিলেন। যে দেশে ফণীবাবুর মত উচ্চ শিক্ষিত বিদ্যোৎসাহী ব্যক্তির অনবধান বশতঃ এমন এফখানি মূল্যবান শিলালিপির বিলয় ঘটে, সে দেশের প্রাচীন ইতিহাস উদ্ধারের চেষ্টা যে কত স্বদূরপরাহত, তাই সহজে অনুমেয়।