পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিগ্ৰহ- প্রতিষ্ঠা ર૭? বিরাট তাহাতে সন্দেহ নাই। বেদকাশীর কাছারী বাটতে যে দুইখানি ভগ্ন প্রস্তর আছে, তাহ উক্ত শিবলিঙ্গের গৌরীপীঠের অংশ বলিয়া অনুমান করিয়াছিলাম । সম্ভবতঃ একমাত্র শিবমন্দির নহে, উহার পাশ্বে একই প্রাঙ্গণে আরও কয়েকটি মন্দির থাকিতে পারে। হয়তঃ উহার একটিতে যে চতুভূজ বাস্থদেব মূৰ্ত্তি ছিল, তাহার নিম্নাংশ ভগ্নাবস্থায় কাছারী বাটতে বৃক্ষতলে পতিত ছিল ; আমি উহ আনিয়া দৌলতপুর কলেজ লাইব্রেরীতে সযত্নে রক্ষা করিয়াছি। বেদকাশীতে শিবমন্দিরও যে খুব বড় এবং মুদৃঢ় ছিল, তাহার নিদর্শন আছে। ঐ মন্দিরের ভগ্নাবশেষের সন্নিকটে কতকগুলি প্রস্তরস্তম্ভ এবং কয়েকখানি প্রকাও পাথর পড়িয়া আছে। মাটীর উপর যেগুলি আছে, তাহাই আমরা দেখিতে পাইয়াছিলাম । আরও কত পাথর মাটর নিয়ে বিলুপ্ত আছে বা অন্ত লোক দ্বারা স্থানান্তরে নীত হইয়াছে, তাহ জানি না । * সম্ভবতঃ শিবমন্দিরটি ইষ্টক-গ্রথিতই ছিল এবং উহার স্থানে স্থানে ও বারান্দার থামে সুদৃঢ় কষ্টি পাথরের ব্যবহার হইয়াছিল। গোবিন্দদেবের মন্দিরের মত বেদকাশীর শিবমন্দিরটিও যে বসন্তরাষ নয়নাভিরাম করিয়া গঠন করিয়াছিলেন, তাহাতে সন্দেহ নাই । রাজধানী যশোহর যখন কাশার সহিত তুলিত হয়, তথন তিনিই বেদকাশী নাম দিয়া কপোতাক্ষীর অপর পারে এই নূতন সন্থর রচনা করেন, ও তাহার

  • উৎকলেশ্বর শিবলিঙ্গের মন্দিরের ভগ্নাবশেষ এক্ষণে নিবারণচন্দ্র গাইন ও মহাদেব মণ্ডলের জমির অন্তভুক্ত। নিকটবৰ্ত্ত জ্ঞান মণ্ডলের বাড়ীর পার্থে একটি নিম্ন স্থানে ৭টি প্রস্তর স্তস্ত ছিল। সেগুলি তিন হাত দীর্ঘ। একটি গুপ্ত একটু কম দীর্ঘ অর্থাৎ ৪ ফুট ছিল। সেইটি আমি লইয়া আসিয়া নিজ বাটতে রক্ষা করিয়াছি ; সুযোগ মত উহা বিশিষ্ট্রভাবে রক্ষা করিবার কল্পনা আছে। বেদকাণী ও পার্শ্ববৰ্ত্ত গাবুর আবাদ এক্ষণে কলিকাতা নিবাসী “শিবচন্দ্র মল্লিকের জমিদারীর অন্তর্গত । তথাকার ভূতপূৰ্ব্ব নায়েব যুক্ত বন্ধবিহারী দত্ত মহাশয় বড় সদাশয় এবং বিদ্যোৎসাহী। তিনি আমাকে উক্ত গুপ্ত ও বাস্বদেব বিগ্রহের পাৰাংশ अनिवाब्र यन्नभडि cशन 4ब५ निख cणांक शाब्रl Gश आमाप्नद्र cनौकाद्र cशौशहेब्रा विघ्न। কৃতজ্ঞতা-পাশে আবদ্ধ করেন। স্তম্ভের সন্নিকটে আমরা কদমের মধ্য হইত্তে بنیاد پر ات sك বিস্তৃত গু ৯ ইঞ্চি পুরু একখাসি পাদপীঠ ও আবিষ্কার করিয়াছিলাম। ইছ ভিন্ন, জ্ঞান মণ্ডল তাহার বাড়ীতে গোলার পৈঠা করিবার জঙ্ক কতকগুলি পাথর ব্যবহার করিতেছে দেখিলাম। এমন পাথর কত জনে কোথায় লইয়া গিটাছে, তাই কে জানে ?

ఛి8