পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দগর-দ্বীপের আড্ডা কখনও নিরাপদ হইবে না। পাঠানের সুযোগ পাইবা মাত্র সে আড্ড কাড়িয়া লইতে চেষ্টা করিবে। এ জন্ত শুধু ঈশাখার উপর প্রতিশোধ লওয়া নহে, মগ বা ফিরিঙ্গি দস্থ্যর হস্ত হইতে দেশ রক্ষা করিবার নমিত্তও, সগর-দ্বীপে একটি প্রধান নৌ-বাহিনীর কেন্দ্র খুলিতে হইবে। সেজষ্ঠ প্রতাপাদিত্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিলেন। মহোৎসাহে আয়োজন চলিতে লগিল। নানাস্থানে সৈন্ত-সংগ্ৰহ করিয়া রায়গড় দুর্গে পাঠান হইতেছিল। অতি অল্প দিন মধ্যে নূতন নূতন রণতরী নিৰ্ম্মিত বা পূৰ্ব্ববঙ্গ হইতে সংগৃহীত হইয়া আসিতেছিল। যথাসম্ভর সত্বরতার সহিত সে সব মুসজ্জিত করিয়া বজবজ প্রভৃতি স্থানে প্রেরণ করা হইল। রায়গড় হইতে বজ বজ, পর্য্যস্ত প্রশস্ত রাজবন্ধু নিৰ্ম্মিত হইল, তাহ এখনও আছে। এই সময়ে হাতিয়াগড় ও মেদম্মলে সেন নিবাস হয়। ধূমঘাট হইতে বাহিরের পথে অসংখ্য রণতরী আসিয়া হলদি নদীর অপর পারে সমবেত হইতে লাগিল। ইহার পূৰ্ব্বে ফিরিঙ্গি দলপতি কাপ্তেন রড একটি যুদ্ধে বন্দী হইয় প্রতাপের শরণাপন্ন হইয়া ছিলেন। প্রতাপ তাহাকে কোন প্রকার শাস্তিপ্রদান না করিয়া নিজের কৰ্ম্মচারী নিযুক্ত করিলেন। ইহার ফলে, রড চিরজীবন বিশ্বস্ত ভূত্যের মত প্রতাপের এক প্রধান সহায় হইয়াছিলেন । নৌ-যুদ্ধেরণ-তরীতে কামান সজ্জিত করিয়া কেমন করিয়া যুদ্ধ করিতে হয়, তদ্বিষয়ে রড প্রতাপ সৈন্তের শিক্ষা গুরু হইলেন। আয়োজন স্থির হইলে হিজলীর যুদ্ধে প্রতাপাদিত্য স্বয়ং আসিলেন, তাহার সঙ্গে ফিরিঙ্গি রড, স্বৰ্য্যকান্ত, সুন্দর প্রভৃতি প্রসিদ্ধ সেনাপতিবর্গ যোগ দান করিয়াছিলেন। প্রতাপাদিত্য তিন দিক হইতে হিজলী রাজ্য আক্রমণ করেন ; পুৰ্ব্বদিকে আদাবাড়িয়ার দিক হইতে, উত্তরে হলদি নদীর মোহানা দিয়া ভিতরে প্রৱেশ

  • রামগোপাল রায় লিখিয়া গিয়াছেন : -

“हाडिब्र। शंप्प्लाङ ब्रास्त्र होच्ने भकाम ८महे रेहाउ झहेण शङिग्रl *फ़ नॉम । জগদলে মেদষ্মলে জাদি পাট মহলে আছিল সৈম্ভের ঠাট সিন্ধু সম বলে ।” BDDDD DDDD DDttttD DBBBB BBBB BBBB BB DDB BBB BB BBttS