পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રજ8 যশোহর-খুলনার ইতিহাস তাহা হইলে এ সময়ে স্ববলে বাকৃলা জয় করা বোধ হয় তাহার পক্ষে কঠিন হইত না ; কন্যার বিবাহের পর জামাতাকে চোরের মত হত্যা করিয়া রাজ্যাধিকারের পিপাসা প্রতাপের মত বীরের থাকিতে পারে না। আর রামচন্দ্রকে হত্য করিলেই যে বাকৃলা করতলস্থ হইবে, ইহারই বা নিশ্চয়তা কি ? পার্শ্ববৰ্ত্তী বিক্রমপুরের কেদার রায় তখন প্রবল পরাক্রান্ত ভূঞা ; তাহাকে প্রতাপাদিত্যের ঠিক সমকক্ষ না ধরিলেও কোনক্রমে তদপেক্ষা হীনবল বা নিম্নপদস্থ বলা যায় না। রামচন্ত্রের মাতা কেদার রায়ের শরণাপন্ন হইলে, বাকৃলার সৈন্ত কেদারের বাহিনীতে যোগ দিলে, প্রতাপের পক্ষে কলঙ্কের ডালি মাথায় করিয়া, সে রাজ্য অধিকার করা যে সহজ নহে বরং বড়ই কঠিন, তাহ অন্ত কেহ না বুঝিলেও যশোরেশ্বর বুঝিতেন। কন্দৰ্প রায়ের মৃত্যুর পর, বাকুলার তত্ত্বাবধান প্রসঙ্গে শ্ৰীপুরের প্রসিদ্ধ ভুঞ মহাবীর কেদার রায়ের সহিত প্রতাপাদিত্যের সন্ধিৰন্ধন হইয়াছিল। এই সময়ে আরাকাণী মগদিগের সহিত ফিরিঙ্গিদলের বিবাদ চলিতেছিল ; সে বিবাদের কথা আমরা পরে বলিতেছি। বাকৃলাতে যখন প্রতাপ ও কনপের সহিত মগরাজের সন্ধি হয়, তখন কেদার রায় প্রবল পরাক্রান্ত । র্তাহার অধীন অনেক ফিরিঙ্গি গোলন্দাজ ও সেনাপতি ছিল। ডোমিজ কার্ভালো উহার অন্ততম। & উহার উৎপাতে মগের অনেক স্থলে বিড়ম্বিত হইত। এজন্ত কেদার রায়ের সহিত সন্ধি স্থাপন করা মগরাজেরও প্রয়োজনীয় ছিল । অপর পক্ষে, মগের তখন খুব শক্তিশালী, সন্ধি হইলে তাহারা আর বঙ্গদেশ আক্রমণ করিবে না এবং বাকল, ঐ পুর ও যশোহর এই তিন রাজ্যের প্রধান হিন্দু ভূঞা একত্র সম্মিলিত হইয়া আরাকাণের পক্ষভুক্ত থাকিলে, দুৰ্দ্ধৰ্য ফিরিঙ্গি দসু্যরাও দেশমধ্যে কোন উৎপাত করিতে সাহসী হইবে না। এই প্রকার ভেদনীতির সাহায্যে যে উভয় দলকে দমিত রাখিয়া স্ব স্ব রাজ্যে শাস্তি স্থাপন করা যাইতে পারে, প্রতাপ সবিস্তর ভাবে তাহা কেদার রায়কে বুঝাইয়া দিয়া, তাহার সহিত

  • Fr. Du Jarric mentions that Carvalho was born in Montargil ( Portugal) and was previously in the service of Kedar Rai.”

Portuguese in Bengal Compos) p. 68.