পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কার্ভালো ও পাদূরীগণের পরিণাম ఇసిd आशब कनिळे जोडे (गखरख्: সংগ্রামাদিত্য * ) একত্র হইয় উৎসব-দিনে গীর্জ দেখিতে আসিয়াছিলেন। পাদরীদিগের পত্রে আছে, “রাজা নিজে অনেক সন্ত্রান্ত পুরুষ সঙ্গে লইয়। এটি দর্শন করিলেন এবং মুন্ধর দৃপ্ত দেখিয়া অতি সন্তুষ্ট হইয়া, পাথরের গীর্জ নিৰ্ম্মাণ করিবার জন্ত আমাদিগকে যে অনুমতি দিয়াছিলেন, তাহা দৃঢ়তর করিয়া দিলেন। ফলতঃ রাজা পাদরীদের প্রতি এত স্নেহ দেখাইতে লাগিলেন যে, তাহাঁদের যে কোন প্রার্থনা পূরণে র্তাহার অতিমাত্র মুখ হইবে, এরূপ বোধ হইতে লাগিল।” পাদরীর জানাইলেন, একজন পটুগীজের একখানি জালিযু নৌকা দেনার জন্য এক ব্যক্তি আটক করিয়াছিলেন । রাজার আদেশে তাহ মালিককে প্রতাপিত হইল। এমন কি একজন হিন্দু রাজার নিকট বহু টাকার জন্য ঋণী ছিল, সে গিয়ু পাদবাদিগকে ধরিল এবং তাহাদের দ্বারা অনুরোধ করাইয়া দেন হইতে অব্যাহতি পাইল । এ সব ঘটনা হইতে বিশেষ সপ্তাবেরই পরিচয় পাওয়া যায়। যশোহরে জেসুইট দিগের উপাসন ও প্রচার কার্য সুন্দৰ ভাবে চলিতেছিল । এমন সময়ে সন্দ্বীপ লইয়া এক ভীষণ গোলযোগ বাধিল এবং তাঙ্গার ফলে যশোহরের গজা গেল এবং পাদরীদিগকেও দেশান্তরিত হইতে হইল । সে কথা আমরা পরবর্তী পরিচ্ছেদে বিবৃত করিতেছি। অষ্টাবিংশ পরিচ্ছেদকীভালো ন পাদরীগণের পরিণাম চট্টগ্রাম ও দক্ষিণ বঙ্গের মধ্যস্থানে সন্দ্বীপ একটি প্রধান স্থান। উহার অবস্থান, সমৃদ্ধি ও ব্যবসায়ের কথা আমরা পূৰ্ব্বে বলিয়াছি (১৭০-৭১ পৃ: ) $-জীবিকের বিবরণী হইতে আমরা জানিতে পারি, “এই দ্বীপ কেদার রায় নামক একজন বঙ্গাধিপের অধিকারভুক্ত ছিল। কিন্তু কয়েক বৎসর পূর্ব হইতে S DBBBB DDD DDDDS DDD BB BBBB DDS gD DD DDDD DDD জাঠের অম্বুৰঞ্জী হন। (১.৮৯পূ:) অধ্যাপক সরকারের অনুবাদ ।