পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీg g যশোহর-খুলনার ইতিহাস দুইদিন পরে কার্ভালো কতকগুলি জালিয়া,পশুত, কার্জুস প্রভৃতি যুদ্ধ জাহাজ সঙ্গ মাটোসের সহিত মিলিত হইয়া, অকস্মাৎ প্রবল বেগে আরাকাণীদিগকে আক্রমণ করিলেন। সন্দ্বীপের নিকট সমুদ্রের জল রক্তাক্ত করিয়া যে ভীষণ যুদ্ধ হইল, তাহাতে অবশেষে পটুগীজের জয় লাভ করিল । বহু মগ বীর নিহত হইল, তন্মধ্যে চট্টগ্রামের শাসনকৰ্ত্ত সিনাবাদী অন্যতম। তিনি মানরাজের পিতৃব্য । ফিরিঙ্গিদিগের ভয়ে মগের চারিদিকে পলায়ন করিতে লাগিল। তখন আরাকাণরাজ ক্রোধান্ধ হইয় নিজ রাজ্যবাসী পৰ্টুগীজ স্ত্রীপুরুষের উপর নিৰ্ম্মম শাস্তি বিধান করিলেন। তাহার প্রতিহিংসায় চট্টগ্রাম পৰ্য্যন্ত বিকম্পিত হইল। মগফিরিঙ্গির এই দ্বিতীয় যুদ্ধ ১৬০২ খৃষ্টাব্দের ১০ই নভেম্বর তারিখে হুইয়াছিল । এতদিন জেসুইট পাদরীগণের প্রচার কার্য্য সুন্দরভাবে চলিতেছিল । এষ্ট গণ্ডগোলে তাহার এবার বিপন্ন হইয়া পড়িলেন। পূৰ্ব্বেষ্ট বলিয়াছি, ফাদার ফাৰ্ণাণ্ডেজ যশোহর হইতে ফিরিয়া আসিয়া ডিয়াঙ্গাতে ছিলেন এবং তথায় জেসুইট দিগের একটি গীর্জ নিৰ্ম্মিত হইয়াছিল। উক্ত দ্বিতীয় যুদ্ধের পর আরাকাণীদিগের অত্যাচার কালে, তিনি কয়েকটি বিপন্ন বালক বালিকার জীবন রক্ষা করিতে গিয়া নিজে বিষমভাবে প্রহৃত হন এবং একটি চক্ষু হারাইলেন। উহারই ৩৪ দিন পরে, ১৪ই নভেম্বর তারিখে কারাগারে তাহাব মৃত্যু হইল। লোকসেবা-রত পুণ্যাত্মা ধৰ্ম্মযাজক অকালে দম্য হস্তে প্রাণত্যাগ করিলেন। তাহার সহচর ফাদার বাউয়েসও কণ্ঠপদে শৃঙ্খলাবদ্ধ হইয়। কারাগারে নিক্ষিপ্ত হইলেন । পাদরীগণের সাঙ্গপাঙ্গ কতক সন্দ্বীপে ও কতক শ্ৰীপুর, বাকল ও শ্রীপুরে পলাইয়া গেল । আরাকাণ-রাজ পুনরায় প্রায় সহস্রখানি রণতরী সংগ্ৰহ করিয়া ভীমবেগে সন্দ্বীপ আক্রমণ করিলেন । কিন্তু এবারও তাহাকে পরাজিত হইতে হইল । মহাবীর কার্ভালো ১৬ খানি মাত্র জাহাজ লইয়া সমগ্র আরাকাণী বহর ধ্বংস করিয়া দিলেন। রাজা অত্যন্ত ক্রুদ্ধ হইয় নিজের সেনাপতিদিগকে স্ত্রীলোকের বেশ পরাইয় অপমানিত করিলেন। ৯ কিন্তু পটুগীজের যুদ্ধে জয়লাভ করিলে

  • Du Jarric, Histoire, part IV. p. 86o.