পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কার্ভালো ও পাদূরীগণের পরিণাম Jeo লুট ও দগ্ধ করিতে লাগিল। * • • পরদিন রাজা কার্ভালো ও অন্যান্ত পোর্তুগীজ দিগের জাহাজগুলি অধিকার কবিলেন, এবং তাহাদিগকে কারাগারে ফেলিলেন, সেখানে তাহারা অশেষ দারিদ্র্য ও কষ্ট ভোগ করিল ; তাহাদিগকে ধরিবার পরই দু’জনের মাথা কাটিয়া ফেলা হইল এবং আর দুজনকে বর্ষার আঘাতে নিষ্ঠুরভাবে হত্যা করা হইল।

  • ফাদারদিগকে বন্দী করা হইল না বটে, কিন্তু তাছারাও কষ্ট ভোগ করিলেন। রাজা সন্দেহ করিলেন যে, কনফেশনের সময় তাহার বন্দী পোর্তুগীজদিগকে গোপনে উপদেশ দিতেন যে, তাহারা যেন বাজাকে তাদের স্বাধীনতার মূল্য ( Ransom ) না দেয়। এজন্ত গুপ্তধন ও অস্ত্র অন্বেষণ করিতে আসিয়া, পাদরীদের বাড়ী উলটুপালট করা হইল। অবশেষে রাজা রাগে বলিলেন যে, পাদরীরা সকলে (তখন চাদেকানে ৪ জন ফাদার ছিলেন ) তাছার রাজ্য ত্যাগ করিয়া যাউক এবং ভবিষ্যতে তাহাদের কেহ যেন সেখানে না আসে। “এইরূপে একমাস কাটিল। অবশেষে বন্দী পোর্জীজগণ তিন সত্ৰ পার্দে ( এগার হাজার টাকা ) দণ্ড দিয়া খালাস পাইল। কাদারের একেবারে বাঙ্গাল ত্যাগ করিয়া চীন-জাপানে গেলেন, এবং এখানে খৃষ্টধৰ্ম্ম প্রায় লোপ পাইল ।” (৮৬৫-৬৬ পৃঃ )

এই সময়ে বাঙ্গালার প্রথম গীর্জা ও পটুগীজ দিগের আবাস গৃহ সকল অগ্নিদগ্ধ ও বিনষ্ট হইয়া ভূমিসাৎ করা হয়। সেই অবস্থায় উহাদের কতক ভগ্নাবশেষ এখনও আছে, সে কথা আমরা পূৰ্ব্বে বলিয়াছি। ডু জারিকের বিবরণী হইতে দেখা গেল, কার্ভালো প্রতাপাদিত্য কর্তৃক বন্দী ও অপমানিত হইয়া কারাগারে আবদ্ধ হইলেন। তিনি ও র্তাহার সঙ্গীরা কতদিন কারাগারে ছিলেন, “তাহা নিশ্চিত জানা যায় না। এই মাত্র নিশ্চয় যে তাহাদিগকে হত্য করা হয়।” ইহা পাদরীদিগের অনুমান মাত্র । বন্দীদিগের মধ্যে কেহ কেহ নিস্তার পাইয়াছিল, বা পলাইয়া গিয়াছিল কিনা অথবা সকলেই নিৰ্দ্দয়ৰূপে নিহত হইয়াছিল কিনা, তাছা তঁহার বলিতে পারেন না। বিশেষত: অচিরে যখন পারদিগকেও দেশ ত্যাগ করিয়া যাইতে হইয়াছিল, তখন কার্ভালো বা গুহার সঙ্গীদিগের শেষ দশা সম্বন্ধে তাহার কোন সাক্ষ্যই দিতে পারেন না । সুতরাং কার্ভালোর হত্য সম্বন্ধে তাছাদের অস্পষ্ট অম্বুমান কখনও প্রমাণ স্বরূপ গ্রহণ