পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণিকা তাহাদের নিকট ক্রমান্বয়ে পরাজিত হইয়া দেশত্যাগ করিতে বাধ্য হইতেছিল। বিপৰ্য্যস্ত পাঠানের দল তরঙ্গের পর তরঙ্গের মত আগ্র অঞ্চল হইতে বিতাড়িত হইয়া, মগধ প্রদেশে আশ্রয় লইতেছিল এবং নানাজাতীয় পাঠান-সংঘর্ষে সেখানে এক ভীষণ আবর্তের সৃষ্টি হইয়াছিল। এই আবর্তের মধ্যে বহুজনেই আত্মরক্ষায় অসমর্থ হইলেন ; কেবল একজন মাত্র মাথা তুলিয়া দাড়াইয়াছিলেন--তিনি সের খা । মগধে বহু পাঠানদলের একত্র সমাবেশ হইয়াছিল এবং মোগল যে সকলের শক্র তাহাও সত্য কথা । কিন্তু মোগল যদি পরাজিত হয়, তখন পাঠানদিগের মধ্যে কে অগ্রণী হইয়া প্রাধান্ত স্থাপন করিবে, ইহাই বিষম সমস্ত। যাহাদের মধ্যে পূৰ্ব্ব হইতে পরস্পর কোন মিল নাই, মোগলের সহিত শক্রতাস্থত্রে একদিনে বিভিন্ন পাঠানদলের ঐক্য সাধিত হইতে পারে না। বহুজনের উচ্চাকাঙ্ক্ষার সমন্বয় সাধন করা সহজ নহে। একমাত্র সের খাঁ ছলে বলে কূটকৌশলে সকলকে কখনও হস্তগত কখনও পযুদস্ত করিয়া, ক্রমে বিহার ও বঙ্গদেশ হস্তগত করিয়া লইলেন। অবশেষে তিনি সত্যসম্পর্কবিরহিত হইয়া হুমায়ুনকে আকস্মিক আক্রমণে পরাজিত ও বিতাড়িত করিলেন এবং সবলে দিল্লীর সিংহাসন কাড়িয়া লইয়া সেরশাহ বাদশাহ হইয়া বসিলেন । সেরশাহের রাজ্যাধিকারের প্রণালী যাহাই হউক, তাহার রাজ্যশাসনের প্রণালী সুন্দর ও প্রজারঞ্জনশীল ছিল । সামান্ত ৬ বৎসর রাজত্ব-কালের মধ্যে তিনি দেশে শাস্তি, সুন্দর রাজস্ব-ব্যবস্থা ও নানা জনহিতকর কার্য্যের সদনুষ্ঠান করিয়াছিলেন, এমন কি, এ সব বিষয়ে বিংশ শতাব্দীর সভ্যশাসনও তাহার নিকট পরাজিত বলিয়া বোধ হয়। সেরশাহ অসামান্ত প্রতিভাবলে দুৰ্দ্ধৰ্ষ আফগান সর্দারগণকে করতলে রাখিয়াছিলেন। তাছার মৃত্যুর পর তাহার নির্জীব বংশধরগণ র্তাহার মৰ্য্যাদা রক্ষা করিতে পারেন নাই। তাছাদের সময়ে বঙ্গদেশ পুনরায় স্বাধীনতা অবলম্বন কবিয়াছিল। এমন কি, হুমায়ুনের পুত্র আকবর দিল্লীশ্বর হইলেও সহজে লঙ্গদেশ অধিকৃত কবিতে পাবেন মাষ্ট । ত্রিশ বৎসর ধরিয়া বঙ্গবিজয়ের জন্ত

  • “It is impossible to avoid the observation, that no Government-not even the British—has shown so much wisdon as this Pathan."-Keene's Turks

in India, p 42.