পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোগল-সংঘর্ষ ○○○ “শঙ্কর চক্রবর্তীকে গেলে বাঘে অন্ত লোক আর কোথায় লাগে ?” যাহা হউক, শঙ্কর কিন্তু বাঘের কবল হইতে রক্ষা পাইয়াছিলেন। তিনি অচিরে কারারক্ষিগণকে বশীভূত করিয়া রাজমহল হইতে পলায়ন করেন। তজ্জন্ত শীঘ্রই ক্রোধান্ধ শের খাঁর সহিত প্রতাপের সেনাদলের সংঘর্ষ হয়। উহার ফলে মোগল পক্ষ পরাজিত হইল, প্রতাপের দুৰ্দ্ধৰ্ষ রণতরী সমূহ শত্রুদিগকে রাজমহল পর্যন্ত বিতাড়িত করিয়া দেয়। ইহারই জন্ত জনশতি আছে, প্রতাপাদিত্য রাজমহল পৰ্য্যন্ত রাজ্য জয় করেন। যাহা হউক, ১৬০০ খৃঃ অব্দে তাহার ক্ষমতা এবং বীরত্বখ্যাতি যে শেষ সীমায় পৌছিল, তাহাতে সন্দেহ নাই। তাহার সেই অসীম ক্ষমতার বাৰ্ত্ত প্রায় দেড় শত বৎসর পরেও কবির লেখনীমুখে ফুটিয়া উঠিয়াছিল। ভাগ্যবান কবির ভাষার মাছাত্মো তাহা এখনও বঙ্গের ঘরে ঘরে অমুরণিত হইতেছে। কবিবর ভারতচন্দ্র লিখিয়া গিয়াছেন - “যশোর নগর ধাম, প্রতাপ আদিত্য নাম, মহারাজ বঙ্গজ কায়স্থ । নাহি মানে পাতশয়, কেচ নাহি আটে তায়, ভয়ে যত ভূপতি দ্বারস্থ । বরপুত্র ভবানীর প্রিয়তম পৃথিবীর বায়ার হাজার বীর ঢালা ; ষোড়শ হল্ক হাতী, অযুত তুরঙ্গ সাতি যুদ্ধকালে সেনাপতি কালী।” দৈৰবল ব্যতীত কেহই সেরূপ অসাধারণ বলশালী ইষ্টতে পাবে না, ইহাঙ্গ লোকের ধারণ ছিল এবং দৈববল হারাষ্টয়াই প্রতাপের পঠন হইয়াছিল, ইহাই পরিণামে সপ্রমাণ করিবার জন্য কত প্রবাদের সঠি হইয়াছিল। যাহা হউক তাহাকে নল কলমে একক আবখক, গঙ্গা মোগল বৃত্তিভোগীরা সকলেই বুৰিয়াছিলেন ; এইagঞ্জন দোঙ্গলের সংবাদ নানা মুখে নান ভাবে বাদশায়ের রাজধানীতে পেছিতেছিল। কিছুকাল পূৰ্ব্ব হটতে রূপরাম রহ কচু রায়কে লষ্টয়া আগ্ৰায় ছিলেন। a.arra আগে ভাল ভাবে বাদশাঙ্গের গোচরীভূত কবিবার মযোগ ঘটে