পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నీs যশোহর-খুলনার ইতিহাস উত্তরাধিকারী বলিয় লোকে তাছাকে রামসমাদার বলিয়৷ ডাকিত। কালে রামচন্দ্রের চারিটি পুত্র হয়, তন্মধ্যে দুর্গাদাস জ্যেষ্ঠ। এই দুর্গাদাস পরে ভবানন্দ নাম পান এবং হুগলীর কানুনগো দপ্তরের মুহুরী পদ হইতে ১৬১৩ খৃঃ অব্দে কানুনগো পদে উন্নীত হন ; তখন তাঙ্গর উপাধি হয়—মজুমদার। এইরূপে দুর্গাদাস সমাদার ভবানন্দ মজুমদার বলিয়। পরিচিত। সুবিধাবোধে আমরা সৰ্ব্বত্র তাহাকে সেই ভবানন্দ নামেই অভিহিত করিব। আমরা ষে সময়ের কথা ৰলিতেছি, তখন ভবানন্ অপর তিন ভ্রাতাকে ফতেপুর, কুড়ুলগাছি ও পাটকাবাড়ী এই তিনটি বিষয় বিভাগ করিয়া দিয়া, নিজে বাগোয়ানের অধিকারী হইয়৷ তদন্তৰ্গত বল্লভপুরে সৌধনিৰ্ম্মাণ করিয়া বাস করিতেছিলেন । ভবানন্ধের বাল্যজীবন ঐতিহাসিকের নিকট তমসাচ্ছন্ন। কেহ কেহ বলেন, হুগলীর ফৌজদার এক সময়ে জলঙ্গপথে যাইবার সময় তাহার নিকট হুগলীর পথ জিজ্ঞাসা করেন এবং সেই উদীয়মান বালকের উত্তরে তাহার তীক্ষ বুদ্ধির পরিচয় পাইয়া, তাহাকে হুগলী লইয়া গিয়া সংস্কৃত ও ফারসী এই উভয় ভাষায় উত্তমরূপে শিক্ষিত করেন। আবার এমনও গুনা যায়, রাম সমাদার স্বয়ং বালক পুত্রটিকে লইয়া গিয়া প্রতাপাদিত্যের পিতার রাজসরকারে প্রবেশ করেন এবং তথায় ভবানন্দ রাজামুগ্ৰছে উত্তমরূপে শিক্ষালাভ করেন। যশোহর রাজবংশের কুলগত প্রবাম হইতে জানা যায়, দুর্গাদাস বালককালে যশোহরে যান এবং প্রথমতঃ দেবসেবার পুষ্পচয়ন ও তত্ত্বাবধানের কার্য্যে ব্ৰতী হন। ক্রমে তিনি রাজপরিবারভূক্ত সকলের প্রিয়পাত্র হইয়া পড়েন। বিশেষতঃ বসন্ত রায় ও র্তাহার পত্নীগণ র্তাহাকে অত্যস্ত স্নেহ করিতেন । দেবসেবার তত্ত্বাবধান কাৰ্য্যে ও নিজ চরিত্রমাধুর্ঘ্যে তিনি রাণীদিগের নিকট হইতে “রাণীয়ান বৃত্তি’ লাভ করেন। যশোহরের নিকটবৰ্ত্তা দেবনগর ধলী প্রভৃতি এখনও রাণীবৃত্তি বলিয়া খ্যাত। ৫ ঐ সম্পত্ত্বি ভবাননর অধস্তন কৃষ্ণনগরের রাজবংশীয়ের ভোগ করিতেন বলিয়া কথিত হয়। তবে প্রতাপের পতনের পর অনেকগুলি জমিদারী উহার ক্রমে লাভ করেন, তন্মধ্যে উক্ত সম্পত্তি কি ভাবে অর্জিত হয়, তাছার কোন লিখিত বিবরণী পাই নাই। যশোহরে থাকিতে বোধ হয় দুর্গাদাসের নাম পরিবর্তিত .* वर्धौ॥ ग्रचि ( गङ्गैौश् छङ्ख्व ब्राङ्ग ) ०ss शृः।