পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ8२ যশোহর-খুলনার ইতিহাস পূৰ্ব্বে তাছার অন্ত আয় ছিল। চতুর্থত: ক্ষিতীশবংশাবলী-চরিতে উল্লিখিত আছে যে, মজুমদার কিছু পূৰ্ব্বে “লক্ষ্মী প্রতিমায়া সহ গোবিন্দ প্রতিমায় বিবাহ মহোৎসব কাররিতুং” বহুবিধ ভক্ষ্য সংগ্ৰহ করিয়াছিলেন, উহা দ্বারা মানসিংহের সৈন্যদলের আতিথ্য রক্ষা করেন । এই ব্যাপারে একটি সন্দেহ হয়। পূৰ্ব্বে বলিয়াছি, উড়িষ্যা হইতে আনীত গোবিন্দ বিগ্রহের প্রতিষ্ঠাজষ্ঠ ক্রমে ক্রমে কতকগুলি লক্ষ্মী বা রাধিক প্রতিমা প্রস্তুত করান হয় (২৬৩ পৃ: ), তন্মধ্যে কয়েকটি বসন্ত রায়ের অপছন্দ হওয়াতে রাজ সরকারের কৰ্ম্মচারীরা উহ লষ্টয়া যান ; সম্ভবতঃ ভবানন্দ ঐরূপ একটি বিগ্রহ পাইয়া যশোহরের অনুকরণে গোবিন্দদেব বিগ্রহ প্রস্তুত • করিয়া উচ্চার প্রতিষ্ঠার জন্ত উদ্যোগী হন। শঙ্কর চক্রবর্তী এইরূপ একটি রাধিক মূৰ্ত্তি লইয়া গিয়া বারাসতে প্রতিষ্ঠিত করেন। এই সকল বিগ্ৰহ প্রতিষ্ঠার জন্ত বসন্ত রায় যথেষ্ট সাহায্য করেন ; যদি ঘটনা সত্য হয়, সে সাহায্যে ভবানন্দ বঞ্চিত হন নাই। পঞ্চমতঃ মানসিংহ চাপড়ায় পৌছিয়া ভবানন্দকে যশোহরে যাইবার পথঘাটের মানচিত্র ও বিবরণী লিথিয় দিতে বলেন ; তদনুসারে “মজুমদার সবিশেষঃ সৰ্ব্বং লিখিত্ব সমৰ্পয়ামাস"-৫ অর্থাৎ সমস্ত লিখিয়া দিয়াছিলেন, উহা হইতে সিংহরাজা নিজের গতিবিধি ও সেনা নিবেশের ব্যবস্থা স্থির করিয়া লন। যখন মোগল সৈন্তের কুচ আরম্ভ হয়, তখন অশ্বারোহী ভবানন্দ সেনাপতির পাশে পাশে পথের পরিচয় দিতে দিতে যাইতেছিলেন – “আগে পাছে দুই পাশে 'সারি লস্কর। চলিলেন মানসিংহ যশোর-নগর ॥ মজুনারে সঙ্গে নিলা ঘোড়া চড়াইয়। কাছে কাছে অশেষ বিশেষ জিজ্ঞাসিয়া ॥”-ভারতচন্দ্র। যশোহর সম্বন্ধে এইরূপ বিশিষ্ট লিখিত বিবরণী দেওয়৷ একজন অপরিচিত লোকের পক্ষে সম্ভব হয় না । মানসিংহ র্যাহার নিকট “অশেষ বিশেষ জিজ্ঞাসিয়া” সদুত্তর পাইতে পারেন, যশোহর সহরের সকল বিষয়ের সহিত র্তাহার যথেষ্ট • ক্ষিতীশ ধংশাবলী চরিতম্ ( বালিনের সংস্করণ)। নিখিল বাবুর ‘প্রভাপতি"i : ماه s