পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8w যশোহর-খুলনার ইতিহাস তাহাকে তিন দিক হইতে বেড়িয়া ধরিল। মানসিংহ সহসা যুদ্ধাৰ্থ আক্রমণ করা সঙ্গত বোধ করিলেন না । তিনি শক্র সম্বন্ধে অনেক সংবাদ রাখিলেও কাৰ্য্যক্ষেত্রে তাহ পরাক্ষা করিয়া লইতে এবং বনোদ্যানের অন্তরালে লুক্কায়িত শত্ৰু-সেনার একটা পরিমাণ ঠিক করিয়া লইতে চেষ্টা করিালন । কোথায় বারুদপূর্ণ স্বভৃঙ্গ খনিত হইয়াছে এবং কি কি প্রকার কূট যুদ্ধে বঙ্গীয় সৈন্যগণ সুদক্ষ, তাহার সংবাদ সংগ্ৰহ করিতে একটু বিলম্ব হইল। মোগলের সমগ্র বাহিনী আসিয়া পৌঁছিতেও কয়েক দিন লাগিয়াছিল। বিরাট মোগল বাহিনীতে না থাকিত এমন ব্যবস্থা নাই। হাটবাজার বা হাসপাতাল ত সঙ্গে চলিতই, এমন কি আমোদ প্রমোদ বা ক্রীড়া কৌতুকের ব্যবস্থাও বাদ পড়িত না। বিশেষতঃ মানসিংহ নিজে মোগল সংস্পশে থাকিতে থাকিতে বিলাসিতার চরম সীমায় উঠিয়ছিলেন । কথিত আছে, তাহার মরণকালে ১৫০০ স্ত্রীর মধ্যে ৬০ জন চিতারোহণ করিয়াছিলেন। এ যুদ্ধাভিযানে যাইয়াও তিনি স্ত্রী সংগ্রহ ব্যাপার ভুলিতেন না ; এ সব বিষয়ে তিনি বিলাসী বাদশাহেব উপযুক্ত সহচর ছিলেন। সেনাপতিও আমীরগণের জেনানা-মহল সঙ্গে চলিত এবং স্বযোগ মত লুণ্ঠন জুটলে অনেকেই সে মহলের স্ত্রী সংখ্যা বৃদ্ধি করিতেন। যান বাহন ও রসদাদি সম্বলিত সমগ্র সৈন্ত দলের শিবির সন্নিবেশ করিতে একটু বিলম্ব হওয়ারই কথা। তন্মধ্যে মানসিংহ প্রাচীন রীতি অনুসারে প্রতাপাদিত্যের নিকট দূত প্রেরণ করিলেন। মোগল-দূত একগাছি শৃঙ্খল ও একখানি তরবারি লইয়া প্রতাপাদিত্যের দরবারে উপস্থিত হইলেন, এবং রাজার যাহা ইচ্ছা তাহাই গ্রহণ করিতে পারেন বলিয়া সদপ-প্রশ্ন করিল। প্রতাপের আদেশে নকীব কেশব ভট্ট + দম্ভভরে তরবারি গ্রহণ করিলেন এবং শৃঙ্খল ফিরাইয়া দিয়া বলিলেন, উহা যেন রাজপুতবীর তাহার প্রভুর শ্রীচরণে পরাইয়া দেন। আর মানসিংহ ষে মোগলের সহিত বৈবাহিক সম্বন্ধ করিয়া পতিত ও কলঙ্কিত হইয়াছেন, সে কথাও বাদ পড়িল না। দূত যথাসময়ে এই সংবাদ আনিয়া দিল । সঙ্গে সঙ্গে উভয় পক্ষে

  • ' Ain, Biochmann, p. 341

DDD DBDDDBB B DDD BBBB DDS DDtBBBB DDDDDD BB BBB এখন লোকে নষ্টীৰপুর বা নৰীপুর বলে ।