পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইস্লাম খাঁর আক্রমণ - "లe(t ফজলের ভগিনীকে • বিবাহ করায় রাজদরবারে তাহার একটা প্রতিপত্তি ছিল । বাদশাহের প্রিয়পাত্র বলিয়া তিনি কঠোর নীতির বলে বঙ্গীয় রাজন্তবর্গকে নিস্পেষিত করিয়া গিয়াছিলেন। এই সময়ে ইসলাম খার সঙ্গে বঙ্গের দেওয়ান ইয়া আসিয়াছিলেন—আসফ খাঁ ; ইনি নুরজাহানের ভ্রাতা। আবদুল লতীফ নামক আহমদাবাদবাসী এক ব্যক্তি আসফ খার অনুচর ও সঙ্গী ছিলেন। লর্তীফের ভ্রমণ-কাহিনী হইতে তখনকার বঙ্গের অবস্থাদি সম্বন্ধে কিছু নূতন সংবাদ পাওয়া যায়। † বহারিস্তান নামক এক পারসিক গ্রন্থ হইতে প্রতাপাদিত্য সম্বন্ধে আধও অধিক সংবাদ পাওয়া যায় ; সে কথা আমরা বারংবার উল্লেখ করিয়াছি। ইহার গ্রন্থকার, মীর্জ সহন ইসলামের সেনান বর্গের অন্যতম। আমরা এস্থলে মীর্জা সহন ও তাহার পুস্তকের সংক্ষিপ্ত পরিচয় দিয়া পরে প্রতাপাদিত্যের প্রসঙ্গে আসিব। মীর্জা সহন আল্লাউদ্দীন ইস্পাহানী জাহাঙ্গীরের রাজত্বের শেষ ভাগে শিতাব খাঁ উপাধি পান, তাহার ছদ্ম নাম ঘাইবা ; এজন্ত তাহার গ্রন্থের পুর নাম— বহারিস্তান-ই-ঘাইবী। ইহার পিতা ইহঙ্গামা খা (পূৰ্ব্বনাম মালিক আলি ) আকবরের সময়ে কোতোরাল বা শান্তি-রক্ষক সেনানী ছিলেন। প্রতাপাদিত্যের সহিত আগ্রায় তাহার ঘনিষ্ট পরিচয় ছিল। ইসলাম খাঁর সময়ে তিনি একহাজারী মন্সবদারী পাইয়া বঙ্গয় নওয়ারার মীর বহুধ হইয়া আসিয়াছিলেন। পুত্র মীর্ল সছন তাহার সহকারী ছিলেন। বহারিস্তান বলতে বসন্তের রাজ্য বুঝায়, উহাদ্বারা শতহামলা বঙ্গভূমির প্রাকৃতিক সেন্ধিবােৰ ইঙ্গিত করে। এইগ্রন্থে ১৬.৮ ষ্টতে

  • আবুল ফজলের এই ভগিনীর নাম লড়িল বেগম : উস্কার গর্ভে ইসলাম খায় যে পুত্র ss, stsiz ata gels Ain, Bloch, P. 193. Tuz"k P 73” স্থশঙ্কই পরে ইকরাম থা è<fif, •ita , Tuzuk. Vol. II p. 73. *

{ এই পারসিক পুধি হইতে প্রতাপাদিত সম্বন্ধে যে সংবাদ পণ্ডিয়া যায়, অধ্যাপক বজ্রনাথ সরকার মহোদয় তাই ১৩২৩ অম্বিনের “প্রবাসীতে” প্রকাশ করেন। এখানে উইfর সারোদ্ধার করিব ।

Intimam Khan was laised to the rank of 1,609 Personal and 300 horse and made Mirbahar (admiral) and was appointed to charge of the navara of Bengal.” Tuzuk. p. 144.