পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইসলাম খাঁর আক্রমণ ৩৬৭ তখন বালক, নবাব তাহার সহিত যথোচিত সদ্ব্যবঙ্গব করিয়া তাহাকে বাড়ী ফিরিয়া যাইবার অনুমতি দিলেন। প্রতাপাদিত্যকে স্বয়ং আসিয়া দেখা করিবার জন্য লিথিয় দেওয়া হইল। যে দুৰ্দ্ধৰ্ষ ভুঞাদিগের দমনের জন্ত ইসলাম খাঁ বদ্ধপরিকর, প্রতাপাদিতা তাঙ্গদের অন্ততম। সুতরাং তাঙ্গার সহিত দেখা হওয়ার প্রয়োজন ছিল। আবদুল লতীফের লমণ-কাহিনী হইতে জানিতে পারি, এই সময়ে “প্রতাপাদিত্যের মত সৈন্ত ও অর্থবলে বলী রাজা আর বঙ্গদেশ নাই। তাহার যুদ্ধ-সামগ্রাতে পূর্ণ প্রায় সাত শত নৌকা, বিশ হাজার পাইক (পদাতিক সৈন্য) এবং ১৫ লক্ষ টাকা আয়ের রাজা” ছিল । * ১৬৩৮ ডিসেম্বর মাসের শেষে নবাব সদলবলে রাজমঙ্গল হইতে নিষ্ক্রান্ত হইলেন। বাদশাহী নওয়ারায় চড়িয়া তাছার গঙ্গাপথে গোয়াশ পরগণার † উত্তর সীমান্তে পৌঁছিলেন। যেখানে নবাব পৌছিলেন উঠারই অপর পারে বুভুল নদীর মোহান ও রাজশাহী জেলার অন্তর্গত শরদ নামক স্থান। ইঙ্গ একটি পুরাতন রাজপথেৰ গোঘাট। এখান তইতে একটি রাস্ত একদিকে গোরাশের মধ্য দিয়া মুক্মুদাবাদের কাছে গৌড় বঙ্গের বাদশাঙ্গী সড়কে মিশিয়াছিল এবং অপর দিকে পদ্ম পার হইয় পুটিয়া দিয়া ঘোড়াঘাটের সর্বত্র যাওয়৷ বাইত। নবাব এইস্থানে পদ্ম পার হইবার সময়ে ভূষণার সত্রাজিৎ রায়ের ভ্রাত কয়েকটি হাতী লষ্টয়া আসিয়া নবাবের সঙ্গে দেখা করেন এবং প্রতাপাদিত্যের নিকট হইতেও সংবাদ পাওয়া যায় যে, তিনি স্বয়ং শীঘ্ৰ আসিয়া দেখা করিবেন। নবাব সত্ৰাজিংকেও স্বয়ং আসিতে তাদেশ করিলেন এবং ভূঞাদ্বয়ের আগমনের অপেক্ষায় নিকটবৰ্ত্ত আলাইপুর গ্রামে প্রায় গুইমাস কাল অপেক্ষা করিলেন। এইস্থানে থাকিবার কালে নবাব ইষ্ট তামাম্ ৰ্থার অধীন বঙ্গদেশস্থ বাদশাহী নওয়ার এবং তোপ থানার মঙ্গলা (review) পরিদর্শন

  • আবদুল লতীফের ভ্রমণ, প্রবাসী, ১৩২৬ আশ্বিন, ৫৫২ খৃঃ।

BBB BBB BBBB BBBB DDBB BBB BBBB BBBB BBBB DDDD DCC প্রাচীন খাতের পার্থে, উছার সক্লিফটে ইসলামপুর নামফ একটি স্থানও আছে। ইসলাম খ BBBB BBB BBB BBB BBS BB BBBBS BBB BDB DBB DDt DDDD DD DD DDD DD DS BBBB gDD DBB ggBBDD DDD BBBS HtDD D পুটরা দ্বিগ্ন ঘোড়াঘাট পয্যন্ত রাস্ত অঙ্কিত আছে ।