পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

इंज्ञांम शैद्र जील्लभ१ రిసిసి দিলেন। কেদার রায়ের মৃত্যুর পর এই দুই রাজ্য নামে মাত্র মোগলদিগের অধিকারে আসিয়াছে, শাসনাধীন হয় নাই । এক্ষণে প্রতাপের স্বাধীনতার বিনিময়ে তাহাকে এই দুই রাজ্য প্রদত্ত হইল এবং তাহার পূর্ব সম্পত্তি বহাল রছিল। শুধু ইহাই নহে, “মুবাদার যাইবার সময় প্রতাপকে নানাবিধ খেলাৎ, রত্নখচিত ছোর, তিনটা হাতী, কয়েকটি ঘোড় এবং বাদশাহের পক্ষ হইতে নক্কাড়া উপহার দিলেন।” উহাই লইয়ু প্রতাপ যুজে প্রত্যাগত ইষ্টলেন। মোগলের খেলাৎ এবং সামন্ত রাজের খেতাব লইয়া প্রতাপাদিত্য দেশে ফিরিলেন ; কিন্তু সে প্রতাপ আর নাই। উড়িষ্যাভিযানের সময় ইতে আমরা প্রতাপাদিত্যের যে দোদণ্ড প্রতাপ দেখিয়া আসিয়াছি, সত্য সত্যই যাহার “ভয়ে যত ভূপতি দ্বারস্থ” ইয়াছিল, সে প্রতাপাদিতা আর নাই। এখন তাহার বয়সও প্রায় ৫ বৎসর ; জ্ঞাতি-বিরোধ, যুদ্ধ বিগ্রহ এবং বিষয়-বিষে জর্জরিত হইয় তিনি অকালে বাৰ্দ্ধক্যে উপনীত হইয়াছেন। মানসিংহের সহিত রণরঙ্গই তাহার বীরজীবনের শেষ প্রকৃষ্ট পরিচয়। নবাব দরবার চাইতে বিদায় লইয়া যখন তিনি যশোহরে আসিতেছিলেন, তখন শুধুই ভৰিতে লাগিলেন “করিলাম কি ? স্বাধীনতা ঘোষণার এই কি শেষ ফল ? বঙ্গে যে স্বাধীনতার উন্মেৰ করিবার জন্ত ধোবনকে বাদ্ধক্যে পরিণত করিলাম, তাহার পরিণাম কি এই ?” যতই ভাবিতে লাগিলেন, নবাবের নিকট যে প্রতিজ্ঞা করিয়া আসিয়াছেন কাৰ্য্যক্ষেত্রে তাহ প্রতিপালন করিবার প্রবৃত্তি ততষ্ট কমিতে লাগিল ৷ এক প্রকার কাপুরুষত আসিয়া তাহার পতনশীল প্রতিভাকে নিম্প্রভ করিয়া দিয়াছিল । उिनि श्रृङ् ििगन, बर्ष निम्न 6..., किड ब्यिछि मङ नो" °न সাহায্য পাঠাইলেন না। কারণ তখার সাহায্যে অন্ত ভূঞাদিগকে দমন করিয়া অবশেষে যে মোগলেরা তাহাকে ছাড়িবে না, তাহা তিনি বুঝিতেন। নৰাৰ বোড়াঘাট হইতে সৈন্ত পাঠাইয়া, করাতুর মূল খাঁ ও ভাটির অষ্ঠাষ্ঠ ভুঞ্জ দিগকে পরাস্ত ও বশীভূত করাইলেন। ওসমান খ পরাজিত झहेब्र दकोई নগর দুর্গ ছাড়ির শ্ৰীহট্টের দিকে পলাইৱা গেলেন। ভূষণার মুকুন্দরাম ও তৎপুত্র সত্ৰাঞ্জিং পূৰ্ব্বেই আসিয়া মোগল পক্ষে যোগদান করিয়াছিলেন । এই সময়ে শুধু ভুঞা-বিদ্রোহ নহে, আরাকাণী মগ ও সিবাষ্টিন গঙ্গালিসের অন্ধনপচুদরের পুনরায় পূর্ববঙ্গে অত্যন্ত উৎপাত আরম্ভ কৰিয়ছিল।