পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ যুদ্ধ ও পতম | బీళీg সেমাপতি হইয়া অগ্রসর হইলেন, বহারিস্তান তাহার সাক্ষ্য দিতেছে । তাহার দুই জন প্রধান সহকারী ছিলেন, দুই জনষ্ট প্রসিদ্ধ বীর ; খোজ কমল হইলেন নৌ-সেনার অধিনায়ক এবং কতলু থার পুত্র জমাল খাঁ অশ্বারোহী ও পদাতিক প্রভৃতি স্থল সৈন্তের ভারপ্রাপ্ত হইলেন। রণতরী সমূহ ফিরিঙ্গি ও পাঠান জাতীয় গোলন্দাজদিগের তত্ত্বাবধানে অনলবর্ষী তোপমালায় সজ্জিত ছিল। প্রতাপাদিত্য স্বয়ং অবশিষ্ট কয়েক শত রণতরী ও নানাজাতীয়-সৈন্যদল লইয়া যশোহর-দুর্গে অপেক্ষা করিতে লাগিলেন। কালিদাস রায়, বিজয়রাম ভঞ্জ, বীরবল্লভ বসু * প্রভৃতি সেনানীবৰ্গ তাহার সঙ্গে ছিলেন। ইহা ব্যতীত কতক নৌ-বল পূৰ্ব্বদেশীয় আক্রমণ নিবারণের জন্ত চাকশিরি ও কপোতাক্ষ কূলে ছিল। উদয়াদিত্য টিবির মোহানার একটু দক্ষিণ দিকে,চারঘাটের দক্ষিণে, ইচ্ছামতীর পশ্চিম পারে, “একটি উচু দুর্গ করিয়া তাতার চারিদিক জল দিয়া ধরিয়া রাখিয়াছিলেন।” উহারু পূৰ্ব্বপাশ্বে ইছামতী নদী, দক্ষিণে একটি প্রশস্ত খাল এবং উত্তর পশ্চিমে "গভীর পরিখা কাটিয়া তাঙ্গ ঐ খালের সঙ্গে যোগ করিয়া জলে পূর্ণ করা হইয়াছিল। (উদার) সৈন্ত দুর্গে এবং নৌকাগুলি ইচ্ছামতীর নদীতে আশ্রয় লইয়াছিল।” + মোগলেরা সালখাতে আসিয় যখন অদূরে প্রতাপাদিত্যের অসংখ্য রণতরণী দেখিতে পাইলেন এবং উদয়ের দুর্গ নিৰ্ম্মাণের সংবাদ পাইলেন, তখন অনতিবিলম্বে যুদ্ধ প্রণালী স্থির করিয়া লইলেন। “এইরূপ স্থির হইল যে, মুঘল সৈন্ত নদীর দুই পাড় দিয়া কুচ করিয়া শত্র দুর্গের দিকে অগ্রসর হইবে মধ্যে নদী বাহিয়৷ নওয়ার চলিবে এবং তীরের বন্দুক ও তোপ ইষ্টতে সাহায্য পাইবে। প্রথম দল এই পড়ে (ইছামতীর পূর্বকূলে ) প্রধান সেনাপতি ইনায়েং ধীর অধীনে রহিল। দ্বিতীয় দল মীর্জা সহনের অধীন রাতারাতি অপরপাড়ে (অর্থাৎ ইছামতীর পশ্চিমতীরবর্তী দুর্গের দিকে ) পার হইয়া গেল । প্রত্যেক দলের 感 • মাইহাটর নিকটবর্তী শোভনালী গ্রামে সেনাপতি বীরবঙ্গভের গড়কাট বাড়ীর ভগ্নাবশেষ আছে । উছার বংশীয় পয়গণ এক্ষণে শোভণtণী এবং চাপ ফুল গ্রাম ৰাস কল্লিতেছেন । { এই গাল ও পরিখার খাতচিহ্ন এখনও বিলুপ্ত হয় নাই । স্থানটির “বড়গড়িয়া" নাৰ ফুর্গের কথাছ স্মরণ করাইয়া দেয় ।