পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৬ যশোহর-খুলনার ইতিহাস সহিত অর্থাৎ তাহার নিকটবৰ্ত্তী পাড় ঘেষিয়া, নওয়ারার এক এক অংশও চলিতে থাকিবে । “পরদিন কুচ আরম্ভ হইল। কিন্তু উদয়াদিত্য যুদ্ধ করিতে অগ্রসর হইলেন না। মুঘল সেনাপতিদ্বয় প্রত্যেক দশখান নৌকা পাহারার জন্ত অগ্রে রাখিয়, অপর নৌকাগুলির মাল্লাদিগকে হুকুম দিলেন যে, তাহার। নামিয়া শত্রু দুর্গের পাশে (ইছামতীর পূর্ব ও পশ্চিম তীরে ) দু’টি দুর্গ নিৰ্ম্মাণ করুক। এই কাজ অৰ্দ্ধেক হইয়াছে, এমন সময়ে উদয়াদিত্য হঠাৎ নৌ-বল লইয়া বাছির হইয়া ‘ঘুরাব রণতরী আসিয়া আক্রমণ করিলেন। খোজা কমল তাহার অগ্রবর্তী বিভাগের সেনাপতি, এবং ঐ খোজার সঙ্গে অনেক বেপারি, কোশ, বলিয়া, পাল, খুৱাব, মাচোয়, পশত ও জলিয়া জাতীয় নৌকা ছিল। [ আমরা এই সকল নৌকার যথা সম্ভব ৰিবরণ পূৰ্ব্বে দিয়াছি,২•৯-১•থ । এখানে শুধু তৎকালের সর্বপ্রধান যুদ্ধ জাহাজ