পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ যুদ্ধ ও পতন مه}} খুৱাব এবং দ্রুতগামী বলিয়া বা ভাউলিয়া জাতীয় ক্ষুদ্র তরণীর ছবি দেওয়া গেল। ] অপর নৌকাগুলি কেন্ত্রে উদয়ের অধীনে চলিল। জমল খী পদাতিক ও হাতী লইয়া দুর্গ রক্ষা করিতে থাকিলেন। • মহাশন্ধে यूझ ञांझछ रुहेल । অপর মুঘল নৌকা সাজিতে ও আসিতে দেরি হইল। ইতিমধ্যে সমস্ত শক্রআক্রমণের চাপ ঐ বিশখানি বাদশাহী নৌকার উপর পড়িল। কিন্তু তাছারী: জীবন তুচ্ছ করিয়া যুঝিল, মুখ ফিরাইল না। "খোজা কমলের ঘুরাবগুলি এবং দুই খান “পিয়ার" নৌকা (২১১পূ:) মিলিয়া দশ খান বাদশাহী নৌকাকে ঘিরিয়া ইনায়েৎ খাঁর দিকে (ইচ্ছামতীর পূৰ্ব্বতীরে ) যে দুৰ্গ তৈয়ারি হইতেছিল, তাহার পাড়ের নীচে লইয়া গেল। তীরস্থ মুঘল সৈন্ত ঘোড়া হইতে নামিয়া তীর মারিয়া শক্রকে দুৰ্ব্বল করিয়া, একখানা ঘুরাব ও একখান “পিয়ার” কাড়িয়া লইল। যুবরাজের সৈন্ত ও মাল্লাগণ নিজ ঘুরাবগুলি নঙ্গর করিয়াছিল, তাহদের লষ্টয়া পলাইতে পারিল না। এখন মুঘল তীরন্দাজগণের ভীষণ আক্রমণ সহ করিতে না পারিয়া তাহারা “বলিয়া” বা ভাউলিয়া জাতীয় নৌকা নৌকা ছাড়িয়া জলে ঝাপ দিয়া প্রাণ বাচাইল। । অর্থাৎ এই জলযুদ্ধ স্থলসৈন্তের দ্বারাই নিম্পন্ন হইল ) । নদীর অপর পাশে (পশ্চিম কূলে ) মীর্জা সহনের শিখানি অগ্রগামী নৌকাও শক্রর বিরিয়া ফেলিয়াছিল, কিন্তু তীর হইতে মঞ্জ,

  • _ यवांनौब थपरक अरनक इtण श्ब्रङ अन११ॉनउ द*ङ: ७कहे शडिब्र गचएक ‘कब्रिण করিলেন এই ছুই প্রকার ক্রিয়ার প্রয়োগ হইয়াছে। জামি উদ্ধত অংশে একটু পরিবর্জন বিয়া সস্থানাত্মক ক্রিয়াপক্ষই নিয়াছি।