পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(సిసి te a శ్రీe : eరి-8 స్త్రీ ) { ১৬৪৫-৬, ,و-وم هرم لا ১৬০৭-৮, ১৬৪৮-১৩, '&oby '90 ఫి 'o :-') { ') ) o-') ) పితి) ఇ ు :) ) পরিশিষ্ট లిసిన প্রতাপাদিতোর স্বাধীনতা ঘোষণা। খৃষ্টান পানীগণের আগমন। বঙ্গের প্রথম গীর্জা নিৰ্ম্মাণ। মানসিংহের প্রত্যাগমন ও সেরপুরের যুদ্ধে ওসমানের পরাজয়। মানসিংহ আগ্রায় গিয়া সাত হাজারী মন্সবদার হন এবং বহু সৈন্ত লইয়া রাজমহলে আসেন। রামচন্দ্রের সহিত প্রতাপ-কন্যার বিবাহ ও রামচন্ত্রের পলায়ন । কার্ভালো কর্তৃক সন্দ্বীপ অধিকার এবং দ্বিতীয়যুদ্ধে আরাকাণ রাজের পরাজয় । - মানসিংহের যশোহয় আক্রমণ, প্রতাপের সহিত যুদ্ধ ও সন্ধি। কেদার রায়ের হস্তে মোগল সেনানী মন্দারায় ও কিলমকের পরাজয় । মানসিংহের শ্ৰীপুর যাত্রা । কেদারের পরাজয় ও হত্যা । সুবাদারী ত্যাগ করিয়া মানসিংহের আগ্রায় প্রত্যাগমন । আকবরের মৃত্যু ও জাহাঙ্গরের সিংহাসন আরোহণ। আটমাসের জন্ত মানসিংহ বঙ্গে পুনঃপ্রেরিত হন । কুতব উদ্দীন বঙ্গের সুবাদার। জাহাঙ্গীর কুলিখা বঙ্গের সুবাদাব । ইসলাম খা বঙ্গের স্ববাদার। প্রতাপাদিত্যের সহিত ইসলাম ধার বজ্রপুরে সাক্ষাৎ ও সন্ধি । ঢাকায় রাজধানী স্থাপন । - মোগল সেনানী ইনায়েৎ খ ও মার্জ সঙ্গন প্রতাপের বিরুদ্ধে প্রেরিত হন। সালিগার যুদ্ধে উদয়াদিতোর পরাজয় ও খোজা কমলের মৃত্যু। ধূমঘাটের নৌযুদ্ধে প্রতাপের পরাজয় ও ঢাকায় গমন । ঢাকায় বন্দী থাকিবার কিছুদিন পরে প্রতাপ পিঞ্জরাবদ্ধ হইয়া আগ্ৰায় প্রেরিত হন। পথে বারাণসীতে মৃত্যু। বয়স ৫০ বৎসর। ওসমান খাব পরাজয় ও মৃত্যু । ইসলাম খাঁর মৃত্যু ।