পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8e 8 যশোহর-খুলনার ইতিহাস র্তাহার সম্মুখে একটি টকৃটিকির ডিম্ব উপর হইতে পড়িয়া ভাঙ্গিয় গেল, উছ হইতে লালাজড়িত এক শাবক বাহির হইয়া নিশ্চল হইয়া রহিল ; এমন সময় কোথা হইতে এক মক্ষিক আসিয়৷ সেই লাল ভক্ষণ করিতে লাগিল ; আমনি শাবকটি মুক্ত হইবা মাত্র মক্ষিকাটিকে ধরিয়া উদরসাং করিয়া ফেলিল। এ দৃত দেখিয়া বৈরাগ্য-বিহ্বল কামদেবের দিব্যজ্ঞান জন্মিল ; তখন "নারদপঞ্চরাঞ্জ” নামক প্রসিদ্ধ দার্শনিক গ্রন্থের একটি শ্লোক র্তাহার মনে পড়িয়া গেল : “কাকঃ কৃষ্ণীকৃতো যেন, হংসশ ধবলীকৃতঃ । ময়ূরশ্চিত্ৰিতো যেন, তেন রক্ষা ভবিষ্ণুতি ॥” অর্থাৎ যিনি কাককে কৃষ্ণবর্ণ, হংসকে ধবল এবং ময়ূরকে নানাবর্ণে চিত্রিত করিয়া স্বষ্টি করিয়াছেন, তিনিই রক্ষা করিবেন। প্রবাদ এষ্ট, ব্রহ্মচারী সদ্যঃপ্রস্থত সন্তানের রক্ষার ভার শ্ৰীভগবানের উপর সমর্পণ করিলেন, একটু কাগজে উক্ত শ্লোকটি লিখিয়া নিদ্রিত শিশুর বুকের উপর রাখিলেন, এবং সজল নেত্রে উত্তরীয় মাত্র সম্বল করিয়া গৃঙ্গ ত্যাগ করিলেন । * তিনি কাশীধামে গিয়া দণ্ডী সন্ন্যাসী হইয়াছিলেন। মানসিংহ যখন সসৈন্তে বঙ্গে আসিবার পথে কাশীধামে কয়েকদিন ছিলেন, তখন দৈবাৎ একদা তেজঃপ্রদীপ্ত কামদেব ব্রহ্মচারীর সহিত সাক্ষাৎ হয় এবং পরে তিনি তাহার নিকট শক্তিমন্ত্রে দীক্ষিত হন। গুরুদেবের সহিত কথা প্রসঙ্গে তিনি বঙ্গদেশ সম্বন্ধে অনেক সংবাদ পান এবং গুরুর অনুরোধে তাহার পুত্রের সন্ধান করিবার জন্ত স্বীকৃত হন। এদিকে লক্ষ্মীকান্ত প্রতিবেশীদিগের যত্নে প্রতিপালিত হইয়া বয়স্ক হইলে, বসন্তরায়ের সচিত কালীঘাটের সম্বন্ধস্থত্রে প্রতাপাদিত্যের রাজসরকারে প্রবেশ করেন। ১৫৭০ খৃঃ অব্দে লক্ষ্মীকান্তের জন্ম হয়, + তাহা হইলে মানসিংহের

  • সন্মানুসন্ধৎসু হলেখক ইযুক্ত হরিসাধন মুখোপাধ্যায় মহাশয় তৎপ্রণীত "কলিকাতা সেকালের ও একালের” নামক বিরাট গ্রন্থে (৬৫ঞ্চ) লিথিয়াছেন যে, তিনি কামদেবের বংশীয় বড়িশা নিবাপী যুক্ত হরিশ্চন্দ্র রায়চৌধুরীর পুত্র যুক্ত সতীশচন্দ্র রায়চৌধুরীর নিকট প্রাপ্ত काभप्झएरुद्र श्रङ्ख्न लिशिङ आँख्नतिम्रो गश्वलिङ ७कशानि संो4लिणि थकोण कब्रिष्ट्रोप्छन। উহা হইতে এই সার সংগ্ৰহ করিলাম ।
  1. पत्रोइझ श्रीब्र झेङिशन, जाकर्मकाe, २५s शृः, शब्रिमांशन बांबूद्र अंइ se२णूः ।