পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

828 যশোহর-খুলনার ইতিহাস প্রতিষ্ঠাতা এবং উক্ত ঘোধবংশঃগণ আজিও তৎপ্রদত্ত যৌতুক সম্পত্তি খারিজ তালুকের উপস্বত্ব ভোগ করিতেছেন। কালিদাস দ্বীয় কনিষ্ঠ কন্যাকে মাহিনগর সমাজের ২১ পর্য্যায়স্থ কোমল মুখ্য রামদেব বসু মহাশয়ের সহিত বিলাহ এবং নিয়মিত বৃত্তি দান করিয়া বিভাগদি গ্রামে তাহার বসতি নিদ্দেশ করিয়া দেন । বর্তমান সময়ে বিভাগদির বমুগণ উক্ত রামদেব বসুর অধস্তন বংশধর। এ কালিদাস পৌত্রীর সহিত বাগাগু। সমাজের প্রকৃত মুখ্য ২১ পর্য্যায়স্থ যাদবেঙ্গ বসুর বিবাহ হয়। তিনি উহাকে বাসের জন্ত জঙ্গলবাধল গ্রামে ও ইশফপুর পরগণার অন্তর্গত তেঘরি নামক একখানি গ্রাম ভোগোস্তুর স্বরূপ নিষ্কর দান করেন । বাদবেন্দ্র ও র্তাহার সহোদরগণের বংশ হইতে জঙ্গলবাধালের স্বনামখ্যাত বসু মহাশয়ের প্রায় as ঘর দাড়াইয়াছেন এবং তাহারা সাত আট পুরুষ তথায় বাস করিতেছেন। বিভাগদি ও জঙ্গলবাধালের বসুগণ অনেকেই এখনও কালিদাস প্রদত্ত বৃত্তি ভোগ করিতেছেন। তিনি অন্যান্ত স্থানের কায়স্কৃদিগকেও মহাগুণ দিয়াছিলেন। কালিদাস অত্যন্ত ব্রাহ্মণ-ভক্ত এবং স্বধৰ্ম্মনিষ্ঠ ছিলেন ; নিকটবৰ্ত্তী বড়গাতি, শিঙ্গিয়া, সেখহাটি, দেয়াপাড়া, ভুগিলহাট ও শোলপুর প্রভৃতি ২৭ থানি গ্রামের অনেক উচ্চশ্রেণীর ব্রাহ্মণ-পরিবার এখনও কালিদাস প্রদত্ত ব্রহ্মোত্তর জমি ভোগদখল করিতেছেন। বড়গাতির জনৈক বিখ্যাত পণ্ডিত কালিদাস রায়ের সভাপণ্ডিত ছিলেন ; পরে তাহারই বংশধরগণ বাঘুটিয়ার ঘোষ বংশের গুরুকুল। কালিদাস অত্যন্ত দাতা বলিয়া খ্যাত ; তিনি যাগযজ্ঞ উপলক্ষে দীনদুঃখীদিগকে অজস্র দান করিডেম । মানুষ থাকে না, কিন্তু তাহার কীৰ্ত্তি থাকে , কালিদাস নাই, কিন্তু র্তাহার কীৰ্ত্তি-কাহিনী এখনও বিলুপ্ত হয় নাই। • এই বংশের একটি ধারা এইরূপ কোমলমূখ্য ২১ রামদেৰ—২ং নিরিাষ—২৬ আঞ্চম SAAAAAA LLL DDSi gggSBBtSAAA BBBB SBBBD SAg DDBS BBeS शिन्नव ।