পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-রাজবংশ 8 રેલ ত্যাগ কবেন ; তিনি চিরকুঞ্জ বলিয়া যুদ্ধাদির কার্য্যে লিপ্ত থাকিতেন না। মৃত্যুকালে হার একটি শিশু পুত্র মাতামহ গোপালদাস বসুর বাটতে বস্তুরহাটে ছিল ; এই পুত্রের নাম বিজয়াদিত্য । প্রতাপের পতনের পর বস্তু মহাশয় যশোহব অঞ্চল ত্যাগ করিয়া ঢাকায় যান ; তথায় বিজয়াদিত্য র্তাহারই আশ্রয়ে বয়ঃপ্রাপ্ত হন। ইদিলপুরের কারিকা হইতে জানিতে পারি, এই বিজয়াদিত্যের সহিত মৌলিক রাছা বংশীয় মদন রায়ের কন্যার বিবাহ হয়। রুদ্র রাহী হইতে ধারা এইরূপ – রুদ্র রায়—জুৰ্গাবর-গোবিন্দ—পরমানন্দ–মদন রায় । “দানং সৎ বিজয়াদিত্য প্রতাপাদিত্য পৌত্র।” * এই কন্যার বা অন্ত স্ত্রীর গর্ভে কোন সন্তানাদি হয় কিনা জানা যায় নাই। প্রতাপের তৃতীয় পুত্র সংগ্রামাদিত্য সংগ্রাম ভালবাসিতেন এবং রাজনৈতিক দৌতাকার্য্যে সৰ্ব্বদ লিপ্ত থাকিতেন। সম্ভবতঃ প্রতাপ ঢাকার যাইবাৰ পূৰ্ব্বেন্ত যুদ্ধকালে সংগ্রামের মৃত্যু ঘটে। র্তাহার কোন সস্তানাদি হয় নাই। প্রতাপাদি তার এই তিন পুত্র নাগকণ্ঠ মহারাণী শরৎকুমারীর গর্ভজাত । ঘোষকন্যার গর্ভে প্রতাপের আরও তিন পুল্ল হয় ; রামভদ্র, রাজীব ও জগদ্বল্লভ। শেষোক্ত দুইজন বালক মাত্র, তাহারা মাতৃসঙ্গে জলমগ্ন হন। রামভদ্রের অন্ত নাম প্রতাপ-ভীম ; তিনি বালক হইলেও সাহসী ও বলশালী ছিলেন। মহারাণীর পলায়নের পর মোগলের দুর্গাক্রমণ সময় তিনি বলদৰ্প দেখাইতে গিয়া বন্দী হন ; + প্রবাদ আছে তাঙ্গকে পরে বলপূৰ্ব্বক মুসলমান ধৰ্ম্মে দীক্ষিত করা হয় এবং “র্তাহার বংশধরগণ এক্ষণে পাটনা নগরের এক সন্ত্রাস্ত ও প্রসিদ্ধ মুসলমানবংশের অন্তর্গত।” ; প্রতাপাদিত্যের ভ্রাতা ভূপতি রায়ের পুত্র মুকুটমণি যুদ্ধকালে পলান করিয়া বর্তমান বাগেরহাটের অন্তর্গত উৎকুল গ্রামে আশ্রয় লন, তথায় তাঙ্গর বংশ আছে। এই বংশীয় রায় চৌধুরীগণ এক্ষণে সাত বর তথায় বাস করিতেছেন ; তবে তাহার এক্ষণে

  • “রাহাবংশকারিক" ( কাড়াপাড়ায় সংগৃহীত হস্তলিখিত পুধি ) এ পৃঃ।
  • বিশ্বকোষ, ১২শ খণ্ড, ২৭৯ পৃঃ ।
  1. यत्रेौत्र नभtछ, ( गठौशष्ठ ब्रांद्र ) •vé शृः ।

6:8