পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88e যশোহর-খুলনার ইতিহাস এদিকে দেশেরও অবস্থা একটু ফিরিতে লাগিল। এই সময়ে গুমন্বন্দরের পুত্র নন্দকিশোর মুরনগরে রাজত্ব করিতেছিলেন। জয়কৃষ্ণও খুব কৰ্ম্মদক্ষ, বুদ্ধিমান ও কৌশলী লোক ; কথিত আছে, তিনি ও র্তাহার পুত্র পৌত্রের ক্রমান্বয়ে নিকটবৰ্ত্তী স্থানে প্রায় পঞ্চাল্ল হাজার বিঘা জমির উপর দখল বিস্তার করিয়া প্রবল প্রতাপে বাস করেন । তাহদের বাটীর ত্রিমহল অট্টালিকা, সিংহদ্বার ও পুষ্করিণী এখনও বর্তমান। জয়কৃষ্ণের প্রপৌত্র বিষ্ণুরাম বা তৎপুত্র বলরামের সময়ে ইংরাজ আমলের চিরস্থায়ী বন্দোবস্ত হয় এই সময়ে অধিকারী মহাশয়দিগের নিষ্কর তালুকের পরিমাণ অনেক কমিয়া যায়। এ সম্বন্ধে একটি গল্প আছে, উক্ত বন্দোবস্তের আমলে একজন ইংরাজ কৰ্ম্মচারী এখানে তদন্তে আসিয়াছিলেন। তিনি জিজ্ঞাসা করিলে, দখলী দেবোত্তরের পরিমাণ স্পষ্ট করিয়া পঞ্চান্ন হাজার বিধা না বলিয়া একটু কেমন অবজ্ঞাচ্ছলে হাজার পঞ্চার বিঘা বলা হয় । সাহেব নাকি তজ্জন্ত মাত্র এক হাজার পঞ্চান্ন বিঘা জমি দেবোত্তর সাব্যস্ত করিয়া বাকী জমি বাজেয়াপ্ত করিবার রিপোর্ট দেন । মোট কথা, তদন্তের সময় দলিলের অভাবে সম্পত্তির পরিমাণ কম করিয়া ধার্য, হইয়াছিল। এই বলরামই ৬মায়ের মন্দির এক প্রকার নূতন করিয়া গঠন করেন এবং পরে নাট-মন্দির নিৰ্ম্মিত হয়। উহার ছবি পূৰ্ব্বে দিয়াছি (১৩১ খৃঃ) নাটমন্দিরের গাত্রে সংস্কৃত ও বাঙ্গালী ভাষায় যে স্মারক-লিপি আছে, তাহ এই – “ধরাগ্রাধিরামানে শাকে শ্ৰীকালিকাপুরীং । নিৰ্ম্মায় চৈতলী চট্টবংশপোঁরন্দরে মহান ॥ বলরামে ক্ষিতিমুরঃ সমর্প্যাকিঞ্চনে ময়ি। বিভবঞ্চাপি তৎসেবামানন্দভুবনং যযৌ ॥ তদগ্রজম্বত শ্ৰীমান্‌ কালীকিঙ্কর ভূম্বরঃ । লিলেখৈতদরিরসসিন্ধুচঞ্জমিতে শকে ৷” ধরা = ১, অগ্নি=৩, অদ্রি=৭, অরি=৬, রস=৬, সিন্ধু=৭, চন্দ্র = ১ ] অর্থাৎ ১৭৩১ শাকে ( ১৮৩৯ খৃঃ অঃ ) চৈতলী চট্টবংশীয় পুরনারের সন্তান বলরাম বিপ্র এই কালিকাপুরী নিৰ্ম্মাণ করিয়া মায়ের সেবা ও সম্পত্তি ভ্রাতু-পুত্র কালীকিঙ্করের হন্তে সমর্পণ করিয়া স্বর্ণগত হন। কালীকিঙ্কর ১৭৬৬ শকে (১৮৪৪ খৃঃ) এই লিপি সংযুক্ত করেন। -