পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*38や যশোহর-খুলনার ইতিহাস বৎসর পরে ডিয়াঙ্গায় ফিরিঙ্গি-হত্যার কালে আরও কয়েকজনের সঙ্গে পলায়ন করিয়া বাকৃলায় রামচন্দ্রের রাজ্যে আশ্রয় লয় এবং দস্থ্যত দ্বারা ধনবৃদ্ধি করিতে থাকে। কার্ভালো যখন যশোহরে আসেন, তখন মাটোস্ সন্দীপে ছিলেন। অচিরে তাহার মৃত্যুর পর তাহার উত্তরাধিকারী গোমেশের (Pedro Gomes ) হস্ত হইতে ফতে খাঁ নামক একজন মুসলমান কৰ্ম্মচারী সন্দ্বীপ দখল করেন এবং পরে পটুগীজদিগকে সমুলে উৎখাত করিবার আশায় দক্ষিণ শাহবাজপুরের সন্নিকটে গঞ্জেলিস্ প্রভৃষ্টিকে আক্রমণ করেন। কিন্তু সে যুদ্ধে ফতে খ পরাজিত ও নিহত হন। গঞ্জেলিস্ তপন রামচন্দ্রকে সন্দ্বীপের রাজস্বের অদ্ধেক দিবার অঙ্গীকারে তাহার সাহায্যে দ্বীপটি অধিকার করিয়া লয়। ধৰ্ম্ম বা সত্যের সহিত তাহার কোন সম্বন্ধ ছিল না । * অকৃতজ্ঞ গঞ্জেলিল অচিরে রামচন্দ্রের সহিত বিবাদ করিয়া তাহার অধিকারস্থ শাহবাজপুর ও পাত্লেভাঙ্গ নামক দুইটি স্থান অধিকার করে। এই সময়ে আরাকাণরাজের ভ্রাত অমুপরাম ভ্রাতার সহিত বিবাদ করিয়া স্ত্রীপুত্রাদিসহ সন্দ্বীপে গঞ্জেলিসের শরণাপন্ন হন। কিন্তু পাষণ্ড র্তাহাকে গুপ্তহত্যা করে এবং তাহার ভগিনীকে খৃষ্টান করিয়া বিবাহ করে। পরে তাহার বিধবার সহিত নিজ ভ্রাত এণ্টনির বিবাহ দিবায় উদ্যোগ করিলে, আরাকাণরাজ কোন প্রকারে উহাদের সহিত সন্ধি করিয়া ভ্রাতৃবধুর উদ্ধার সাধন করেন (১৬১০)। এই সময়ে ইসলাম ধ। ভুলু সন্দ্বীপ অধিকারের জন্য উদ্যোগী হন। এজন্ত আত্মরক্ষার নিমিত্তও উক্ত সন্ধির প্রয়োজন হইয়াছিল। মোগল সৈন্ত ভুলুয়ার দিকে অগ্রসর হইলে, মানরাজ গঞ্জেলিসের নিকট নব্বই হাজার সৈন্ত ও দুই শত জাহাজ প্রেরণ করেন। ধূৰ্ত্ত গঞ্জেলিস ঐ সকল জাহাজের কাপ্তেনদিগকে নিমন্ত্ৰণ করিয়া আনিয়া গুপ্ত হত্যা করিল এবং পরে মোগলপক্ষে যোগ দিয়া আরাকাণরাজকে বিপন্ন করিয়া তুলিল। ১৬১২ অব্দে মানরাজের ও পর বৎসর ইসলাম খাঁর মৃত্যু হয়। তখন গঞ্জেলিস আরাকাণের উপকূলে ভীষণ উৎপাত আরম্ভ করে এবং প্রতি বৎসর এক জাহাজ চাউল দিবার অঙ্গীকাবে গোয়ায় শাসনকর্তার সাহায্য লইয়া আরাকাণ জয়ের

  • ৰঞ্জাতীয় লেখক গঞ্জেলিস সম্বন্ধে fossutosa, “to whom treachery and insolenc, were ordinary affairs." Campos, Portuguese in Bengal, p. 87. See, also p. 156. -