পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१० যশোহর-খুলনার ইতিহাস তাহাকে নিত্য পুষ্পাঞ্জলি দিত। উহার ফলে তিনিও নিজকে গৌড়েশ্বর বা দিল্লীশ্বর হইতে কম মনে করিতেন না। - এইরূপে কত ভুঞ্জ যে দেশের কোণে সঙ্গোপনে ছিলেন, সকলে তাহার খোজ রাখিত না। তবে তাহাদের মধ্যে যাহার বীরত্বে অগ্রগণ্য, যাহাদের রাজত্ব বিস্তীর্ণ এবং যাহার বিপুল সৈন্তবলে শক্তিসম্পন্ন হইতেন, তাহাদেরই খ্যাতি স্থায়ী হইত। প্রবাদ এই, মোগলদিগের বঙ্গবিজয়ের প্রাক্কালে বা পরে এইরূপ বার জন ভূঞা প্রাধান্ত লাভ করিয়াছিলেন। বলিতে গেলে এক প্রকার তাহারাই বঙ্গদেশকে বা নিম্নবঙ্গের দক্ষিণ ভাগকে * নিজের ভাগ করিয়া লইয়াছিলেন ; এই জন্ত বাঙ্গালাকে তখন “বারভুঞার মুলুক” বা “বারভাট বাঙ্গালা” বলিত। কিন্তু তাহারা যে সংখ্যায় ঠিক বারজনই ছিলেন এবং সেই বার জন ঠিক এক সময়েই ছিলেন, তাহ বলা যায় না। হয়ত এক জনের রাজত্বের শেষ সময়ে অন্তের রাজত্ব আরব্ধ হইয়াছিল, অথবা কোন প্রধান ভুঞার মৃত্যুর পর, তাহার কোন বংশধর নামমাত্র শাসন পরিচালন করিতেন, কিন্তু হিসাবের বেলায় তিনিও বার ভুঞার অন্যতম বলিয়া গণ্য হইতেন । দ্বাদশ সংখ্যাটি যেমন হিন্দুর নিকট প্রিয় ও পবিত্র, দ্বাদশ জন রাজার সন্মিলনও তেমনি ভারতের একটি বিশেষত্ব। অতি প্রাচীন কাল হইতে দ্বাদশ জন সামন্তরাজের প্রসঙ্গ চলিয়া আসিতেছে। মনুসংহিতা প্রভৃতি প্রাচীন গ্রন্থে প্রধান বা মগুলেশ্বর রাজার পার্শ্ববৰ্ত্ত নানাসম্বন্ধযুক্ত দ্বাদশ প্রকার নৃপতির উল্লেখ আছে। + প্রাচীন বাঙ্গল গ্রন্থেও যে সকল প্রধান রাজার উল্লেখ আছে, তাহার রাজসভায় আসিলেই সাধারণতঃ বারভুঞা বেষ্টিত হইয়া বসিতেন। } • “Bhati is a low country and recieved this name because Bengal is higher" Akbar-nama. Beveridge, vol. III. pp. 645-6. “The low marshy lands of Hegellee anciently called Batty as being in a great part subject to the over flowing of the tide " Fifth Report p. 257, cf. also Jarrett, vol. II p, 116. Blochmann p 342, J A S. B. for 1873 p. 226, for 1913 p. 446; Elliot vol. VI p. 72. - - भशूमशश्ठिl, १५ ज५jाग्न. ****७ (झांक । "ার ভুঞা বেষ্টিত বসেছে নরপতি।” মাণিক গাজুলীয় ধৰ্ম্মমঙ্গল, সাহিত্যপরিষদ সংস্করণ, ১৫১ খৃঃ।