পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રર যশোহর-খুলনার ইতিহাস হয় না। প্রধান একটা কারণ এই যে বহুজনে “বারভুঞার” কথা লিথিয়াছেন, কিন্তু কেহই ঠিক ভাবে বার জনের নাম বা বিভিন্ন লেখক একই বার জনের নাম দিতে পারেন নাই ; প্রত্যেকেই কোন মতে ১২ সংখ্যা পূর্ণ করিয়া দিয়াছেন, কিন্তু কাহারও সহিত কাহারও মিল নাই। বাস্তবিক এই বারজন ভূঞা কে কে ছিলেন, তাহাই দেখিবার জন্ত আমরা এক্ষণে এ সম্বন্ধে বিদেশী ও স্বদেশী লেখক দিগের বিবরণী হইতে সারাংশ গ্রহণ করিব। ষোড়শ শতাব্দীর শেষভাগে জেসুইট সম্প্রদায়ভুক্ত মিশনরীগণ ভারতবর্ষে আসেন । মোগল আমলের ইতিহাস সম্বন্ধে তাছাদের বিবরণী বিশেষ প্রামাণিক। * উহাদের মধ্যে নিকলাস পাইমেন্ট প্রধান, তিনি গোয়াতে ছিলেন। ঐ সময়ে ফার্ণাণ্ডেজ, সোসা, ফন্সেক ও বাউয়েস এই চারিজন জেসুইট মিশনরী বঙ্গে আসিয়াছিলেন, এই চারিজনের মধ্যে ফার্ণাণ্ডেজ প্রধান। } ফাৰ্ণাণ্ডেজ ১৫৯৯ খ্ৰীষ্টাব্দে বঙ্গ হইতে পাইমেণ্টার নিকট কতকগুলি পত্র লিথিয় ছিলেন। তিনি এই সকল পত্রের সার সঙ্কলন করিয়া পরবৎসর জেসুইট সম্প্রদায়ের সর্বাধ্যক্ষ একোয় ভিবার (Aqua Wiva ) নিকট এক বিবরণ পাঠাইয় দেন (১৬০০ )। ডু-জারিক নামক একজন স্পেনদেশীয় জেসুইট পাইমেন্টার পত্রাবলী ও অন্তান্ত স্পেনীয় ইতিহাসের উপর নির্ভর করিয়া বাঙ্গলার ঐতিহাসিক প্রসঙ্গে এক প্রসিদ্ধ গ্রন্থ রচনা করেন । এই গ্রন্থ মূল ফরাসী হইতে ক্রমে জগতের বহু ভাষায় অনূদিত হইয়াছে। : এই গ্রন্থে বঙ্গদেশের যে প্রসঙ্গ আছে, তাহাতে বার ভুঞার উল্লেখ দেখিতে পাওয়া যায়। তাহার বার জনে পাঠান রাজ্য দ্বাদশ ভাগে বিভক্ত করিয়া মোগলদিগকে বঞ্চিত করতঃ নিজের

  • “The reports of the Jesuit missionaries for the Mogul period possess special value, having been written by men highly educated, specially trained and endowed with powers of keen observation.” V. A. Smith, Oxford History of India, p, XXI. -

+ Nicholas Pimenta, Francis Fernandez, Dominic da Sousa, and Andrewes Brewes.

  1. Historier des Indes orientales by Picrre Du Jarric, Bordeaux, 1608, हेहाब्र थtब्रांछनैौब्र अशtनब्र रत्राभू१itभग्न छछ *पूल मिथिण नाथ ब्रांप्त थ*ौफ “थठtनांक्किा”

sss-ts q: saa]