পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গে বীরভূঞা ২৩ পৃথকৃ পৃথক্ রাজ্য ভোগ করিতে থাকেন। এই বার জনের মধ্যে ঈশা খাঁ মসনদ-আলি সৰ্ব্বশ্রেষ্ঠ । হিন্দু ভুঞাত্রয় শ্ৰীপুর, বাকৃলা ও চ্যাণ্ডিকান বা চাদ থানের অধিপতি । * উইলফোর্ড সাহেব এবং অধ্যাপক ব্লকম্যান বার ভুঞার প্রসঙ্গ উত্থাপন করিয়াছেন বটে, কিন্তু তাহারা উহাদের নাম দেন নাই। + ডাঃ ওয়াইজ বিশেষভাবে বার ভুঞার ইতিহাস উদ্ধারের চেষ্টা করেন ; তৎপরে মহামতি বিভারিজও কিছু কিছু নূতন তথ্যের আবিষ্কার করিয়াছেন। ; ওয়াইজ মহোদয় বার জনের মধ্যে সাত জনের নাম দিয়া তাহার পাচ জনের বিবরণ লিখিয়াছেন। সেই সাত জন যথা :-(১) ভাওয়ালের ফজল গাজী, (২) বিক্রম পুরের চাদ রায়, কেদার রায়, (৩) ভুলুয়ার লক্ষ্মণমাণিক্য, (৪) চন্দ্রদ্বীপ বা বাকৃলার কন্দৰ্প নারায়ণ, (৫) খিজিরপুরের ঈশা খ, (৬) যশোহর বা চ্যাণ্ডিকানের প্রতাপাদিত্য এবং (৭) ভূষণার মুকুন্দরাম রায়। ইহার মধ্যে তিনি প্রথম পাঁচ জনের বিবরণ দিয়াছেন। ইহা হইতে দেখা শেল যে ওয়াইজ সাহেবের উল্লিখিত সাত জনের মধ্যে পাঁচ জন হিন্দু এবং দুই জন মুসলমান। সুতরাং অবশিষ্ট পাঁচ জন সকলেই মুসলমান হইলে, বার ভুঞার মধ্যে মুসলমানের সংখ্যা সাত জনের অধিক হয় না। ডু-জারিকের বিবরণীতে যে চারি জনের নাম পাইয়াছিলাম, ওয়াইজ সাহেবের তালিকায় তাহারা ব্যতীত আরও তিন জনের নাম অতিরিক্ত পাওয়া গেল।

  • All the Patans and native Bengalis obey these Boyons; three of them are Gentiles namely those of Chandican, of Sripnr and of Bacala. The others are Saracens," J, & Pro, A, S, B, ( Rev, H. Hosten S, J, ) 1913, p, 437-8, Purcha's Pilgrims, Part IV Book V. p. 51 1, -

আরও পৰ্টুগীজ ঐতিহাসিকদিগের পুস্তকে এই ভূঞা ( Boyons of Bujoes of Bengala) fatta stas itsal tv i esti Philip De Brito ave Bishop Dom Pedro এই দুই জন প্রধান । Ibid, হীপুর এখানে ক্রিমপুরের নামান্তর : বরিশাল ৰ৷ চত্রদ্বীপের নাম বাকল, প্রাটন যশোর বা প্রস্তাপাদিত্যের রাজ্যের অল্প নাম চ্যাঙ্কিান। চহার বিশেষ বিবরণ স্থানান্তরে প্রদত্ত হইবে । + Wilford, Asidic Researches Vol. XIV, p, 45v, Blochmann's funt, ibutioms to the History and Geography of Rengal, 1873 p. 18. t Dr. J. Wise, J. A.S. B. 1874, pp, 214 ; 1875, pp. 181-3 , Beveridge, Backergunj p. 29, J. A. S. B. 1904, pp. 57–63.