পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झैझ्फु झाङश९श्व 8నీలీ বঙ্গের সেই ভীষণ বিপ্লব ও বিগ্রহের যুগে কোন প্রকারে আত্মরক্ষা করিয়া নীলকণ্ঠ ১৭৬৪ খৃষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করিলেন। র্তাহার মৃত্যুর পর রাজা শ্ৰীকণ্ঠ রায় পৈতৃক রাজ্যের অধিকারী হইলেন। ইংরাজ রাজত্বে চিরস্থায়ী বন্দোবস্তের সময় তিনিই যশোহর জেলার প্রায় এক-চতুর্থাংশের প্রধান জমিদার বলিয়া স্বীকৃত হন। আবার অল্পদিন মধ্যে র্তাহারই সময়ে সে জমিদাবী বিলীন হইয়া যায়। এ দুরবস্থার কারণ কি, তাহাই আমরা সংক্ষেপে বিচার করিয়া লইব । শুকদেব রায়ের সময় হইতে জমিদারীর আয় অপেক্ষা ব্যয় বাড়িয়াছিল । আলিবর্দীর রাজত্বকালে মারহাট যুদ্ধের চাদ ও অসংখা আবওয়াবের কৃষ্টি হওয়াতে রাজস্ব পরিশোধ করিতে সকল জমিদারদিগেরষ্ট প্রাণাস্ত হইতেছিল। চারি আনি হিস্তার খরিদ দখল নবাব স্বীকার না করায় অনর্থক যথেষ্ট অর্থ নষ্ট হইল। জমিদারী ষোল আনা থাকিল না বটে, কিন্তু সাজসরঞ্জাম ও ধৰ্ম্মানুষ্ঠানের অনেক ব্যয় পূৰ্ব্ববং চলিতেছিল। দুর্গোৎসবাদি বার মাসে তের পৰ্ব্ব পূৰ্ব্বাপেক্ষা ক্রমেই জাকজমকের সহিত অনুষ্ঠিত হইতেছিল। শুকদেব, নীলকণ্ঠ ও শ্রীকণ্ঠ তিনজনই অত্যন্ত ধৰ্ম্মপ্রাণ, দেবজিভক্ত ও নিষ্ঠাবান হিন্দু ছিলেন। র্তাহারা অসংখ্য ব্রাহ্মণ ও কৰ্ম্মচারীবৃন্দকে নিষ্কর ভূমি দান, দেবমন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা এবং তাহার সেবার জন্য ষে ভাবে অপরিমিত দেবোত্তর উৎসর্গ করিয়া গিয়াছেন, তাহ শুনিলে বিস্মিত হষ্টতে হয়। চাচড়ার নিষ্কর ভোগ না করিলে ব্রাহ্মণ কিসের ?—এইরূপ উক্তি ছিল । শুকদেবের সময় চাচুড়ার দশমহাবিদ্যা প্রতিষ্ঠিত হন ; নীলকণ্ঠের সময় অভয়ানগরের একাদশ মন্দিরের জন্ত যথেষ্ট ভূমি বৃত্তি দেওয়া হয় ; শ্ৰীকণ্ঠ দশমহাবিদ্যার সেবা ও অতিথি সংকারের জন্য আট সহস্র টাকা আয়ের ভূসম্পত্তি দেবোত্তর করিয়া দেন ; ইহা ব্যতীত বগ্ৰচরের রঘুনাথ ও জগন্নাথ এবং মুড়লীর রাজরাজেশ্বরী নামক কালী বিগ্রহের জন্ত ৬২ • • বিধ নিষ্কর দেওয়া হয় ; ত্রিমোহানী, লাউজানি, মাগুর, হরিহরনগর, মণিরামপুর, কালীগঞ্জ প্রভৃতি স্থানে মহাকালী মূৰ্ত্তি প্রতিষ্ঠা ও সেবার জন্য যথেষ্ট ব্যবস্থা হয় । * এই ভাবে অজস্র দেবোত্তর, ব্রহ্মোত্তর ও মহাত্রাণ নিষ্কর * चाडगूक्बनिक् उ हाइज़ाब -बकबद्री प्लाङ्गजानीक कान निश्चिद्वक्त्वाउन जन्मख्ि নাই। গঙ্গাতীৰে আন্তপুরে টাচড়ার রাজাদিগের গঙ্গাৰাসের বাট ছিল। সে সম্পত্তি সম্প্রক্তি