পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૭ যশোহর-খুলনার ইতিহাস বর্তমান বরিশালের অন্তর্গত সেলিমাবাদে ১৪টি ভূখণ্ড দখল করিয়া লন ; মহারাজ প্রতাপাদিত্য উহার ১৩টি হস্তগত করিয়াছিলেন। প্রতাপের পতনের পর কিঙ্করের পুত্র মদনমোহন মালিকশ্বন্ত পরগণাগুলি পুনরায় স্বাধিকৃত করিয়া মোগলসরকার হইতে উহার সননা লাভ করেন। ইহাই সেলিমাবাদ রাজ্য। মদনমোহন বা তৎপুত্র শ্ৰীনাথ রায়ের সময়ে ম্যানরিক্ এ দেশে আসেন। কিঙ্কর সেন ‘ভুঞা কিঙ্কর’ বলিয়া খ্যাত ছিলেন, তাহার বংশধরগণ “রায়ের কাটি” নামক স্থানে বাস করিতেন। এইজন্ত সেলিমাবাদের রাজগণ এক্ষণে রায়ের কাটির জমিদার বলিয় খ্যাত। • মোগলপক্ষীয় শাসনকৰ্ত্ত মহারাজ মানসিংহ বঙ্গবিজয় কালে ১৫৯৫ খৃষ্টাব্দে আকমহল নামক স্থানকে আকবর নগর বা রাজমহল নাম । দিয়া তথায় রাজধানী স্থাপন করেন। { তাহাই প্রকৃতপক্ষে বাঙ্গালা দেশে তখনকার মোগল রাজধানী, এবং ম্যানরিকের সময়ে অন্ত ভূঞা রাজ্যগুলি এক প্রকার রাজমহলের অধীন ছিল। পূর্বেই বলিয়াছি, ভৌমিকেরা সকলে এক সময়ে এক সঙ্গে ছিলেন না। এখন দেখা গেল, মোগল কর্তৃক বঙ্গবিজয়ের প্রাক্কালে যে সকল ভৌমিক ছিলেন, র্তাহাদের অনেকেই ম্যানরিকের ভ্রমণকালে বর্তমান ছিলেন না। এমন কি, র্তাহীদের বংশধরগণের অনেকে তখন রাজ্যলাভে বঞ্চিত বা অন্তভাবে তিরোহিত হইয়াছিলেন। মোগল-বিজয়ের সমকালে যাহার বঙ্গে স্বাধীনতা অবলম্বনের প্রয়াসী ছিলেন, তাহাদের প্রসঙ্গই আমাদের বিশেষ প্রয়োজনীয় ; কারণ মহারাজ প্রতাপাদিত্য উহাদের অন্যতম এবং তঁহারই সহিত যশোহর-খুলনার ইতিহাস ঘনিষ্টভাবে বিজড়িত। এই প্রতাপাদিত্যের সহিত প্রায় অন্যান্য সকল ভুঞার সম্বন্ধ স্থাপিত বা সংঘর্ষ উপস্থিত হইয়াছিল ; সেইরূপ সম্পর্ক ছিল বলিয়াই আমাদিগকে দ্বাদশ ভৌমিকের তথ্যানুসন্ধান করিতে হইতেছে। প্রতাপাদিত্যসংশ্রবেই যশোহর-খুলনার ক্ষুদ্র ইতিহাসের সহিত তখন সমগ্র বঙ্গের, এমন কি, বিশাল ভারতের ইতিহাসের সম্বন্ধ হইয়াছিল। সেই দেশব্যাপী বিরাট রাজনৈতিক ব্যাপারের একটী সজীব আভাষ দিবার জন্য আমাদিগকে বিশেষ প্রয়াস পাইতে হইতেছে। • stromi ( catfkalist, cra ) Re- 8 j: Bakarganj (Beveridge) p. 121. t Ain-i-Akbari ( Blochmann) 34o, Akbar ( V. A. Smith ) p. 24a.