পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গে বারভুঞ もの সমাজের নেতা ছিলেন। কেহ কেহ বলেন, তিনি স্থলেমান কররাণীর অধীন ফৌজদার ছিলেন এবং টােডরমল্প তাহাকে 'রাজা' উপাধি দিয়া বঙ্গ বিহারের দেওয়ান করিয়াছিলেন। এমন কি, গৌড়ের মহামারীতে মুনেম ধার মৃত্যু হইলে, তিনি অস্থায়ীভাবে কিছুকাল সুবেদারী করিয়া গৌড়েশ্বর হইয়াছিলেন। পরে তিনি কেবলমাত্র বঙ্গের দেওয়ান ছিলেন। তিনিই বঙ্গে দুর্গোৎসব নামক মহাযজ্ঞের প্রথম প্রবর্তন করেন। সমগ্র বঙ্গের ভুঞ নৃপতিগণ অবনত মস্তকে তাহার উপদেশ গ্রহণ করিতেন।* রামকৃষ্ণ (সাতৈর)—সামসউদ্দীন ইলিয়াস্ যখন বাঙ্গলার প্রথম স্বাধীন সুলতান (১০৩৯-৫৮) তখন তিনি বিশিষ্টভাবে দুইজনের সাহায্য পান,—উভয়ই বারেন্দ্র ব্রাহ্মণ, শিখাই সাঙ্গাল ও সুবুদ্ধি ভাদুড়ী। উভয়েরই খাঁ উপাধি ও বিস্তীর্ণ জমিদারী হইয়াছিল। সুবুদ্ধির বংশধরেরা ভাদুড়ী চক্র বা ভাতুড়িয়া পরগণার জমিদারী পান ; এই বংশীয় রাজা গণেশ বঙ্গের স্বাধীন সুলতান হইয়াছিলেন । শিখাই বা শিখিবাহন সাঙ্গলের পুত্র বলাই সাতোড়ে । রাজা হন। টোডরমল্ল এই বংশীয় রাজা রামকৃষ্ণকে সামন্ত নৃপতি বলিয়। স্বীকার করেন এবং তিনি ভাতুড়িয়ার জমিদার হ্রাস করিয়া সাতোড়ের বিস্তৃতি ও প্রতিপত্তি বৃদ্ধি করিয়া দেন। এইরূপে ভাতুড়িয়ার জমিদারী হ্রাস করা হইয়াছিল বলিয়া তথাকার ভূস্বামী দ্বাদশ ভৌমিকের অন্যতম বলিয়া স্বীকৃত হন না। নতুবা আকবরের পূৰ্ব্বে ভাতুড়িয়ার অধিপতি একজন প্রধান ভৌমিক ছিলেন। ; রামকৃষ্ণ বিদ্যোৎসাহিত

  • বঙ্গের সামাজিক ইতিহাস ১২৩ পৃঃ রাজসাহীর সংক্ষিপ্ত ইতিহাস ১১৭.৮ পৃঃ , বাঙ্গালার ইতিহাস (নবাবী আমল ) ৪৮৩ খৃঃ।

এই রাজ্যের অধিকাংশ এক্ষণে ফরিদপুরের অন্তর্গত। সংস্কৃতে ইহাকে সাস্তালি বল। হইত। সাস্তালি বৈদিক্‌ ব্ৰাহ্মণের একটি প্রধান সমাজ । বাঙ্গাল। ভাষায় ইহাকে সাতৈর, সতৈল বা সাতোড় প্রভৃতি নানা নাম দেওয়া আছে। এক্ষণে সাতৈরের সে নাম বা রাজপ্রতিপত্তি নাই। জেলার বিবরণীতে সাতৈরের শীতলপাটি বিখ্যাত, এই মাত্র উল্লিখিত &mits I Statistical Accounts of Dacca, Faridpur and Backergunj (Hunter). ঃ বঙ্গের সামাজিক ইতিহাস, ১১৯ পৃঃ । বীরেন্দ্র কুলশাস্ত্রের প্রমাণ অঞ্চত্র পাওয়া যায় না, এইজঙ্ক এই গ্রন্থ আলোচ্য। বাঙ্গালার ইতিহাস ( রাখাল বাবু) ২য় খণ্ড ১৮৬-৭ পৃঃ। নবাৰী জামালয় বাঙ্গালীর ইতিহাস, ৭৪ খৃঃ।