পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীতারামের রাজধানী - &Q& জঙ্গলের মধ্যদিয়া কালীগঙ্গা নামক মরা নদী প্রবাহিত ছিল। পশ্চিম দিকে বিল এবং ছত্রাবতী নদীর নিশানা এখনও পাওয়া যায়। শুধু দক্ষিণ দিকে এমন কিছু জল প্রবাহ ছিল না ; এজন্ত সীতারাম সেদিকে পূৰ্ব্বপশ্চিমে এক মাইল দীর্ঘ একটি বিস্তৃত ও গভীর গড়খাই খনন করেন। - উহার বিস্তৃতি প্রায় ২•• ফুট । এই নদীর মত পরিখা পার্শ্ববৰ্ত্তা লোকের জল কষ্ট নিবারণ করিতেছে। মহম্মদপুরের পূর্ব প্রান্তে প্রবল নদী মধুমতী ভূষণ প্রদেশ হইতে উহাকে পৃথক্ করিয়া রাখিয়াছে। উত্তর বা পশ্চিম দিক হইতে কোন শত্রু সৈন্ত আসিবার বিশেষ সম্ভাবনা ছিল না এবং সেদিকে চলাচলের পথবিহীন বহুবিস্তৃত বিল ছিল। শক্ৰ আসিতে হইলে, ভূষণ অঞ্চল হইতে বারাসিয়া বা মধুমতী নদী পার হইয়া, পূৰ্ব্ব বা দক্ষিণ দিক দিয়া দুর্গাক্রমণ করিতে হইত। দক্ষিণ দিক হইতে প্রবেশ করিবার পথে সীতারামের প্রশান্ত জলাশয় রামসাগর। উহার উত্তর প্রান্তে প্রথম বাধা দিবার স্থান । সেখান হইতে শত্রুসৈন্ত জরাধে অগ্রসর হইলে, উত্তর মুখে আসিয়া ঠিক দুর্গের সম্মুখে পড়ে, ঐ পথের ডানদিকে বাহিরের পরিখা বিস্তৃত ছিল। দুর্গের সম্মুখে সেনা নিবাস ছিল এবং পূৰ্ব্বোক্ত রাজপথ পশ্চিম মুখে গিয়া ভিতর দুর্গের দ্বারে পৌছিয়াছিল। বাকের মুখে শত্রুর সৎকারের জন্ত সারি সারি কামান পাতা থাকিত ; যদি তাহাতেও তৃপ্ত না হইয়া কাহারও অগ্রসর হইবার সামর্থ্য থাকে, তবে দুর্গের সদর তোরণে অর্গলবদ্ধ বারের সন্মুখে ভীষণ সংঘর্ষ বাধিত । এখন দুর্গাভ্যন্তরের ভগ্ন গৃহাদি দেখিয় ভিতরের অবস্থা যাহা অনুমান করিতে পারি, তাহা বলিতেছি। মানচিত্র হইতে উহা সহজে বুঝা যাইবে । শ্মশানের অখিও হইতে জীবন্ত ময়ূন্যের অনুমান করার স্তায় ভগ্ন পাধি হইতে সোধসৌন্দর্য্য বুঝিয়া লইতে হইবে। প্রথম তোরণ দিয়া ইষ্টক প্রাচীর বেষ্টিত দুর্গমধ্যে প্রবেশ করিলে, ডানদিকে পুণ্যাহ বর ও পশ্চাতে কারাগার এবং বামে শরীররক্ষি সৈন্তের আডড ছিল। সীতারামের পতনের পর শেষোক্তস্থানে নলী জমিদারীর

  • शुक्रैं-भकिरम शैर्ष बणांनtब्रब्र जल श्म्बूिब्र मिठारेनभिखिक कोtर्षीं. शरशब्र.रूद्रब्रम नां DDD DDDDD D DDDD BBBDD BBDDD DDD DD DD BBBBDH DDD সুখে পরিখাটিকে একটু দূর পর্যন্ত খনিত করিয়া জলাশয়টি উৎসর্গ করিয়াছিলেন।

o