পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীতারামের ধৰ্ম্মপ্রাণত । Øፃፅ বিলাসিত। সীতারামের দেশেও অনেক কাল পরে দস্থার উৎপাত গেল, শান্থি আসিল, শস্তাদি সুলভ মুভিক্ষ হইল, শিল্পাদির শ্ৰীবৃদ্ধি হইল, ধন সম্পদ নিরাপদ হইল, এক কথায় প্রজার মুখের মুখ দেখিল। আমরা পূৰ্ব্বে বলিয়াছি, এই মুখের নামই সীতারামী মুখ । দ্বিতীয়তঃ প্রবাদ এই, সীতারামের নৈতিক চরিত্র কলুষিত ছিল, কতকগুলি বিবাহিত স্ত্রী ব্যতীত তাহার শত শত উপপত্নী ছিল, তিনি উহাদের সঙ্গে চিত্ত-বিশ্রামের নিভৃত নিকুঞ্জে বা মুখসাগরের গর্ভস্থ দ্বিতল গৃহে বিলাস রঙ্গে মজিয়া থাকিতেন ! “দাতার মধ্যে খেলারাম, * বদমায়েসে সীতারাম”— এমন সব প্রবাদোক্তিও অপ্রতুল ছিল না । বঙ্কিমচন্দ্র সীতারামকে বহু রমণীর সংস্পর্শে আনিলেও, একটি মাত্র বিবাহিতা স্ত্রীর রূপমোহে পাগল করিয়া তাহার সৰ্ব্বনাশের পথ দেখাইয়া গিয়াছেন। পুরুষের সেবায় রমণী পরিচারিকার নিয়োগ এদেশে নূতন নহে। মৌর্যা-চন্দ্রগুপ্ত স্ত্রীরক্ষিসেনাদ্ধাব পরিবৃত হইয়া দরবারে বা মৃগয়ায় যাইতেন, বারনারীকে গুপ্তচর নিযুক্ত করিতেন ; তাহার অন্দরের বিশেষ খবর আমরা রাখি না। মোগল-কেশরী আকবরের অনারের খবর রাখিলেও তাহার বেগমের সংখ্যা বলিতে পারিব না ; তিনি মৃত্যগীতে, মৃগয়ায়, মৎস্তশিকারে, দশপচিশী খেলায় অসংখ্য রমণীকে ক্রীড়নক করিয়া লইতেন। কিন্তু চন্দ্রগুপ্ত ও আকবর উভয়ই প্রসিদ্ধ বীর ও সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। রমণী বর্গের সংশ্ৰবই যে রাজার পতনের একমাত্র কারণ, তাহা নহে। হয়ত সীতারামের পতনেরও অন্য কারণ ছিল। তাহার কয়েকটি বিবাহিত স্ত্রী ছিল, তাহার ৩৪টির উল্লেখ করিয়াছি; ইহা ভিন্ন তাহার উপপত্নী ছিল কিনা বা কতগুলি ছিল, তাহ বলিতে পারিন । অন্ততঃ ছিল বলিয়া পরিচয় পাই নাই। স্ত্রীলোক সংগ্রহের দিকে যে র্তাহার লালসা ছিল, রাজ্য দখল করিবার সময় তিনি কাহাকেও জোর করিয়া বিবাহ করিয়াছেন বা রাজবলের অপব্যয়ে কোন পরস্ত্রীকে করায়ত্ত

  • খেলারাম ঢাকার অন্তর্গত টাঙ্গ প্রতাপের একজন প্রসিদ্ধ ধনী । চাঁচড়ার মনোহর ** निtछ छैठक ब्राणैग्न छेफ़ ठूलौन अबः भौटtब्राभ cनङ्गे नभांtछब्र निबteभौद्र रूब्रिइ यथs SDB BBB DDD BBBS BBBS BBDD BBB BBB BBB BBS BDS DDD *नक जणबांएषङ्ग गृहे इहेङ ।