পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

م/و কাগজ প্রভৃতির অগ্নিমূল্য হইয়াছিল; তৃতীয়তঃ বর্তমান পুস্তকের উপাদান যাহা সংগৃহীত ছিল, কার্য্যক্ষেত্রে দেখা গেল তাহ পর্যাপ্ত নহে ; আরও ভ্রমণ, অনুসন্ধান ও তথ্য-সংগ্রহের প্রয়োজন। একাগ্রভাবে তাহা করিয়াছি, শেয পৰ্য্যন্ত সে কাৰ্য চলিয়াছে। পুস্তক ছাপা হইতে হইতেও কত নূতন কথা ংযোজিত হইয়াছে। দুই বৎসরের অধিক কাল পুস্তকখানি মুদ্রাযন্ত্রের কবলে ছিল । সমস্ত পুস্তকের পাণ্ডুলিপি শেষ করিয়া মুদ্রাঙ্কণ আরম্ভ করিতে পারি নাই, কতকাংশ যন্ত্রস্থ করিয়া আমার হস্ত অবিরত লেখনী চালনায় ব্যস্ত ছিল। সুবৃহৎ পুস্তকের আদ্যোপান্ত ঘটনাবলী ও চিন্তাপ্রণালীর সামঞ্জস্ত রক্ষা করিয়া কাৰ্য্য করিতে মস্তিষ্ককে যে কিরূপ প্রপীড়িত করিয়াছি, তাহা আমিই জানি। মফস্বলে বসিয়া সমগ্র পুস্তকের প্রক্ষ আমিই দেখিয়াছি, সমস্ত কাপি আমিই লিখিয়াছি, সহায়ক কাহাকেও পাই নাই । দ্বিতীয় প্রফের ভুল সংশোধনের সঙ্গে সঙ্গে মুদ্রণের অর্ডার দিতে হইয়াছে, সংশোধিত হইয়া মুদ্রিত হইল কিনা তাহ পরীক্ষার সুযোগ হয় নাই। তাই মুদ্রণযন্ত্রেব চিরাচরিত প্রকৃতিবশে ভ্রম প্রমাদ যে কিছু কিছু না রহিয়াছ, তাহা নহে। তজ্জন্ত অবশু পাঠকবর্গ আমাকে ক্ষমা করিবেন। বিশেষতঃ উদরায়ের সংস্থান জন্ত যথোপযুক্ত পরিশ্রম করিয়া যাহা কিছু অবসর ঘটিয়াছে, বা শরীরের দিকে ন চাহিয়া সে অবসর কালকে বিনিদ্র রজনীতে যতটুকু দীর্ঘ করিতে পারিয়াছি, তাঙ্গতে আমাকে এই ইতিহাসের জন্ত নিযুক্ত থাকিতে হষ্টয়াছে। এমনই আমার দুর্ভাগ্য, অদ্য দেশে হয়তঃ যে কার্যের উৎসাহ জন্ত বৃত্তিসহ দীর্ঘ অবকাশ জুটে, আমার বেলায় সে ত দুরের কথা, বরং যে দুই বৎসর কাল এই পুস্তকের রচনা ও মুদ্রাঙ্কণ লইয়া আমি একান্ত বিব্রত, সে সময়ে আমার স্বন্ধে নূতন কৰ্ত্তব্যের গুরুভাৱ চাপিয়া আমাকে এক প্রকার অনবসর কবিয়া তুলিয়াছিল। সে দুঃপের কথা ইষ্ট-চরণে নিবেদন করা এবং অবস্থাকে ভাগ্যফলরূপে গ্রহণ করা ভিন্ন আমার মত দারিদ্র্যপীড়িত দায়গ্ৰস্ত ব্যক্তির গতান্তর ছিল না। আরব্ধ কাৰ্য্যে আমার একাগ্রতার ফল ইহাই দাড়াইয়াছে যে, আমার নিজের যাহা সম্বল ছিল, সেই শরীরকে স্বাস্থ্যহীন ও জরাজীর্ণ করিয়া এই পুস্তক শেষ করিলাম, জীবনাবশেষের আব কয় দিন হাতে রহিল তাঙ্গ বলিতে পারি না। সহৃদয় পাঠকবর্গের নিকট হইতে সমবেদন পাইব কিনা, জানি না ; তবে আমার 皺