পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীতারামের পরিণাম ૭ ? সীতারামের পরিবারবর্গকে মহম্মদাবাদে যাবজ্জীবন কারারুদ্ধ রাখিয়াছিলেন ; ইহার অর্থ এই যে সীতারামের পরিবারবর্গ নবাব পক্ষীয় লোকের দৃষ্টির অধীন হইয়া মহম্মদপুরেই ছিল। তৃতীয়তঃ মুর্শিদাবাদে সীতাবামের সম্মুখে তাহার পরিবারদিগের প্রতি কোন দৌরাত্ম্য আচরিত হইলে, তিনি সেই সময়েই আত্মহত্যা করিতেন। কিন্তু তাহা করেন নাই, উহার ৬/৭ মাস পরে তাহার মৃত্যু হইয়াছিল। চতুর্থতঃ আমরা দেখিতে পারি, সীতারামের পরিবারবর্গ আরও অনেকদিন জীবিত ছিলেন, এবং নলড়াঙ্গা ও পাইকপাড়ার রাজবংশীয়গণ দুরবস্থা দেখিয় তাহাদিগকে বহুকাল ধরিয়া বৃত্তি দিবার ব্যবস্থা করিয়াছিলেন। এ সুতরাং স্বচ্ছন্দে ধরিয়া লইতে পারি, সীতারামের পরিবারবর্গ মুর্শিদাবাদ হইতে, অবগু নিঃস্ব অবস্থায়, মহম্মদপুরে ফিরিয়া আসিয়াছিলেন, এবং সম্ভবতঃ লক্ষ্মীনারায়ণের আশ্রয়ে হরিহরনগরে বাস করিয়াছিলেন। } এক্ষণে কথা এট, উক্ত পরিবারবর্গ কাহারা ? ইষ্টইণ্ডিয়া কোম্পানির

  • স্বনামখ্যাত গঙ্গাগোবিন্দ সিংহ নলদ্বীপরগণা ক্রয় করিবার পর সীতারাম রয়ের ংশধরগণের দুৰ্গতির সংবাদ শুনিয়া তাহাদিগকে বাৰ্ষিক ১২০০ টকা বৃত্তি দেন। স্বরনারায়ণের প্রপৌত্র নবকুমারের সময় উহ। ৬•• টাকা হয় ; তাছার বুদ্ধদশায়ও ৩৬০ টাকা বৃত্তি ছিল। নবকুমারের স্ত্রী ও মাসিক ১ টাকা করিয়া বৃত্তি পাইতেন। গঙ্গাগোবিনের পূৰ্ব্বে নলডাঙ্গ রাজবংশীয়েরা সীতারামের পরিবায়বর্গকে বৃত্তি দিতেন । বন্ধুবাবুর “সীতারাম, ২০৩ পৃঃ

f “The encouragement of hundred rupees reward promised, prevailed with two needy persons to discover that Seetarams family were concealed by Ramnaut our Puttwaree at Gobindpur the men in his hause and the women at another place, the President therefore sent two trusty servants and ten Peons. along with the informers, who found and brought away two sons and a daughter, all small children of Seetarams, also six women of his family and four men servants they also brought away. Ramnaut our Puttwaree who by concealing and harbouring them endangered vast parjudice to our affairs in Bengal, for the Duan Jaffurcaun seeks all occasions possible to imbr yle all the European Traders and had lately found means to squeeze the French and Dutch tho, we have hitherto baffled his endevours against us.” Consultation No. 838, Fortwilliam, 1713-14, Wilson's Annals Vol. Il 167-8.