পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীতারামের কীৰ্ত্তিলোপ ఆ34 ভবানী এই উভয় স্থানের বিগ্রহের জন্ত পৃথক্ দেবোত্তর সম্পত্তি নির্দিষ্ট করিয়া তাহা সীতারামের দেবোত্তরের অন্তভূক্ত করিলেন। ১৮৪৫ খৃষ্টাব্দে গবর্ণমৃেণ্ট কর্তৃক জরিপ হইরা নূতন বন্দোবস্তের তলব হয়। তখন চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তী দেবোত্তর বলিয় রামচন্দ্রের বৃত্তির মহল বাজেয়াপ্ত হয়। এই সময়ে রাণী কৃষ্ণমণির পক্ষে মহম্মদপুরের দেবোত্তর সম্পত্তির অছি ম্যানেজার ছিলেন— নড়াইলের রামরতন রায়। এই সময়ে রাষ্ট্র আনন্দ নাথ যখন দেবোত্তর সম্পত্তির পূৰ্ব্বতন মালিক বলিয়া গভর্ণমেণ্টের নিকট হইতে উহার নূতন বন্দোবস্ত লইবার দাবি করেন, তখন রামরতন তাহার পক্ষ সমর্থন করিতে থাকেন। উহা দেখিয়া রাণী কৃষ্ণমণি রামরত্তনের হস্ত হইতে দেবোত্তর সম্পত্তি নিজ হস্তে লইয়া তন্মধ্য হইতে পাইকের ডাঙ্গা, হরেকৃষ্ণপুর প্রভৃতি কয়েকখানি মৌজা মীরগঞ্জের সদর নীলকুঠীর মালিক ডম্বল (Durup De Damba) সাহেবের সহিত মৌরসী বন্দোবস্ত করেন । বলা বাহুল্য, রাজা আনন্দনাথের দাবি টিকে নাই, রাজা গোবিন্দনাথের পক্ষের অমুকুলেই দেবোত্তর সম্পত্তির বন্দোবস্ত হয়। তাই উহার দত্তকপুত্ৰ সাঁতারামের কীৰ্ত্তিলাপের কারণ হইবার সুযোগ পাইয়াছেন। সমস্ত দেবোত্তর সম্পত্তির মোট আয় ৮০০০ টাকা ; তন্মধ্যে দেবসেবার জন্ত ২৩০০ চাকরাণ, সরঞ্জাম ও মোকদ্দমী প্রভৃতির জন্ত ৪২০০২ টাকা ব্যয়িত হইত। অবশিষ্ট আনুমানিক ১৫০০ টাকা মাত্র ষ্ট্রেটের লভ্যাংশ ছিল। দেব সেবার জন্ত উৎসবাদির তালিকা নিদিষ্ট করিয়া যে বার্ষিক ব্যয়ের হিসাব স্থিরীকৃত ছিল, তাং এই – তুর্গমধ্যস্থ vলক্ষ্মীনারায়ণ ও ৬ দশভূজার সেবা–১০৩৩\ wরামচন্দ্র বিগ্রহের সেবা - -- ۹ دهان কানাই নগরের yহরেকৃষ্ণ বিগ্রহের সেবা —t৯৮N গোপাল পুরের vবুড়াশিবের সেবা - రిట్స সমষ্টি ২,৩১৮ টাকা ১৩২৫ সালের জ্যৈষ্ঠ পর্যাপ্ত এইভাবে চলিয়া আসিতেছিল। তখন হইতে উছা একেবারে বন্ধ হইয়াছে । -