পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* यशश्न-भून्नांद्र हैउिशन "למט\ কোথায় এবং "রঘুনন্দনী বাড়ের কোথায় পরিণতি । সত্য সত্যই কি মহারাজ জগন্ত্রিনাথ স্বীয় নামে দুরপনেয় কলঙ্ক লেপন করিয়া, মহম্মদপুর অঞ্চলবাসীর হৃৎপিণ্ড নিষ্পেষিত করিয়া, সীতারামের শেষকীৰ্ত্তি মুছিয়া ফেলিলেন ? মহারাজ জগদিন্ত্রনাথ রাণী ভবানীর বংশধর, ব্রাহ্মণকুলতিলক, সমাজপতি, উচ্চশিক্ষিত, প্রবীণ সাহিত্যসেবী, কবিত্ব ও সঞ্চি-গৌরবে গৌরবান্বিত ; তাহাকে আর বলিব কি, তবে তাহার মত ব্যক্তির সংস্পর্শে এরূপ কাৰ্য্য সম্পন্ন হইলে আমাদের দুঃখ রাখিবার স্থান থাকে না। এই কীৰ্ত্তি লোপ করিয়া লাভের মধ্যে ত বড় জোর বার্ষিক আড়াই হাজার টাকা। যে বংশের মহারাজ রামকৃষ্ণু বায়ান্ন লক্ষের জমিদারীর লোভ ত্যাগ করিতে পারিয়াছিলেন, সেই বংশের দ্বিতীয় মহারাজ আড়াই হাজারের লোভ ত্যাগ করিতে পারিলেন না ! কালের কি বিচিত্র গতি! গীতারামের গুরুবংশ-শ্ৰীচৈতন্তদেবের পরিকরদিগের মধ্যে সাত জন হরিদাসের নাম পাওয়া যায় ; তন্মধ্যে যবন হরিদাস বা ব্ৰহ্ম হরিদাস ঠাকুর সৰ্ব্বপ্রধান ; তিনি এবং বড় ও ছোট হরিদাস নামক দুই কীৰ্ত্তনিয়া’ আর জি হরিদাস নামক পদকর্তা--এই চারিজন সমধিক উল্লেখ যোগ্য। রাজা সীতারাম দ্বিজ হরিদাসের পৌত্র কৃষ্ণবল্লভ গোস্বামীর নিকট মন্ত্রগ্রহণ করিয়াছিলেন। প্রথম দৃষ্টিতে ইহা যেন অসম্ভব বলিয়া বোধ হয়, কারণ চৈতন্ত দেবের অপ্রকটের প্রায় ১৫ বৎসর পরে সীতারাম রাজা হন, তিন পুরুষে দেড়শত বৎসর পার হয় কিৰূপে ? ইহার উত্তরে বলা যায়, বৈঞ্চব সাধক দিগের মধ্যে অনেকেই অত্যন্ত দীর্ঘজীবী ছিলেন ; ঈশান নাগর অদ্বৈতাচাৰ্য্য-সম্বন্ধে বলিয়া গিয়াছেন, “সওয়া শত বং গ্রন্থ রহি ৰামে, জন অর্ব লীল কৈলা যথাক্রমে • জি হরিদাস মহাপ্রভুর পার্ষণ হইলে কি হয়, তিনি তদপেক্ষ বয়সে অনেক ছোট এবং তাহার ত্তিরোধানের ৪৯ বৎসর পরে হরিদাসের মৃত্যু হয় ; কৃষ্ণবল্লতেরও বার্থক্যকালে गॅौडांज्ञांभ हैंौक्रिङ झ्न ।