পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস ه *s\ দ্বিজ হরিদাস, কুলীন ব্রাহ্মণ, ফুলিয়ার মুখটি, নৃসিংহের সন্তান এবং গৃহস্থ বৈষ্ণব ছিলেন। কাঞ্চনগড়িয়া গ্রামে তাহার বাস ছিল ; এই গ্রাম মুর্শিদাবাদ জেলায়, টেষ্ণ-বৈস্তুপুরের এক ক্রোশ উত্তরে অবস্থিত। ৯ নরহরি দাস কৃত প্রসিদ্ধ ও গ্রামাণিক ভক্তিগ্রন্থ - ভক্তি রত্নাকরে - দেখিতে পাই –

  • দ্বিজফরিদাসাচাৰ্য্য প্রভু অদর্শনে দেহত্যাগ করিবেন করিলেন মনে।”

কিন্তু তখন দেহত্যাগ করা হইল না ; স্বপ্নে মহাপ্ৰভু ৰ্তাহাকে বৃন্দাবন ধামে যাইতে অনুমতি করিলেন। তিনি যাইবার সময়, নিজ পুত্র গোকুলানন্দ ও ঐদাসকে বলিয়া গেলেন যে তাহারা যেন যাজীগ্রাম নিবাসী শ্ৰীনিবাসের নিকট দীক্ষা লন। ১৪৩৮শকে শ্ৰীনিবাসের জন্ম হয় ; তিনি নীলাচলে যাইবার পূৰ্ব্বে মহাপ্রভুর অন্তৰ্দ্ধান ঘটে। বৃন্দাবনে গিয়া তক্তিশাস্ত্র অধ্যয়ন করিবার জন্ত তাহার উপর মহাপ্রভুর আদেশ ছিল। কিন্তু নানা কারণে বিলম্ব করিয়া তিনি সেখানে পৌছিবার পূৰ্ব্বেই সনাতন ও রূপ গোস্বামী দেহরক্ষা করিয়াছিলেন ( ১৪৮০-৮১ শক) । শ্ৰীনিবাস ১৫০৪ শক পর্য্যন্ত বৃন্দাবনে থাকিয়৷ শ্ৰীজীব গোস্বামীর কুপায় বৈষ্ণবশাস্ত্রে অসাধারণ অধিকার লাভ করতঃ * আচার্য্য * উপাধি পান, এবং বহুভক্তিগ্রন্থ সংগ্ৰহ করিয়া সঙ্গে লইয়া স্বদেশ যাত্রা করেন। ৰিজ হদিস তখন মুমূর্য, তিনি র্তাহার পুত্রদ্ধয়কে দীক্ষিত করিবার জন্ত শ্ৰীনিবাসকে অনুরোধ করেন এবং সেই বৎসরই তাহার মৃত্যু হয়।+ নিতানন্দ দাস কৃত প্রাচীন বৈষ্ণব গ্রন্থ * প্রেম-বিলাসে ” আছে -

  • কাঞ্চনগড়িয়াবাসী হরিদাসাচাৰ্য্য। শ্ৰীমহাপ্রভুর শাখা সৰ্ব্ব-গুণে বর্ধ্য। তার পুত্র গোকুলানন্দ আর শ্ৰীদাস। প্রনিৰাসাচাৰ্য স্থানে কৈলা বিদ্যাভ্যাস। জ্যেষ্ঠ শ্ৰীগোকুলানন্দ কনিষ্ঠ ঐদাস। পিতৃআজ্ঞায় দীক্ষা নিল শ্ৰীনিবাস পাশ ॥
  • बिचएकोष, २२ थ४, ७va t - atऔब्रथक् ठब्रभिनी, se-s७, *** श्रृं: