পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అఫిy যশোহর-খুলনার ইতিহাস চূড়ান্ত হইয়াছে। স্বৰ্য্যকুণ্ডের প্রকাও বাড়ী ভাঙ্গিয় পড়িয়াছে, বিষয় সম্পদ উড়িয়া গিয়াছে। কাশীনাথের ভ্রাতুঙ্গুত্র কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র জগদ্বন্ধু এক্ষণে মহম্মদপুরে বাস করিতেছেন। তাহার সম্পত্তির আয় ৮৯ শত টাকার অধিক হইবে না। মুনিরামের জ্যেষ্ঠ ভ্রাতা অনিরামের বংশে-পাৰ্ব্বতীচরণ ও রসিকলাল রায় অপুস্ত্রক অবস্থায় খুলজুড়ীতে বাস করিতেছেন। রামভদ্র রায় ( সাং শিবহাটি) | মুনিরাম রায় (সাং ধূলজুড়ী) | মৃত্যুঞ্জয় রায় (স্বর্য্যকুণ্ড )


| | | | গঙ্গাগোবিন্দ কেবলরাম কাশীনাথ

| | | কৃষ্ণচন্দ্র দিগম্বর অভয় নাথ । | (प्रख्क ) ( দত্তক ) হরিশ্চন্দ্র l যজ্ঞেশ্বর | জগদ্বন্ধু ( জীবিত ) | রণজিৎ কুমার দেওয়ান যন্ত্রনাথ মজুমদার-ইনি গঙ্গোপাধ্যায় উপাধিধারী কুলীন ব্রাহ্মণবংশীয়। যন্ত্রনাথের অন্ত নাম ছিল পরমেশ্বর। সীতারামের সরকারে দেওয়ানের পদে নিযুক্ত হইবার পর, ইনি কিছু ভূসম্পত্তির মালিক হইয়া মহম্মদপুর দুর্গের নিকটবর্তী নারায়ণপুর গ্রামে বাস করেন, এখনও সেখানে জঙ্গলের মধ্যে তাহার বাড়ী ও মন্দিরের ভগ্নাবশেষ জাছে ( ৫৪৬ পৃ: )। সম্ভবতঃ তিনি দেওয়ানী