পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেওয়ান যদুনাথ মজুমদার ৬২৯ কার্ঘ্যে খ্যাতিলাভ করিবার পর মজুমদার উপাধি লাভ করেন, তখন উহা বিশেষ সন্মানের উপাধি ছিল। দেওয়ান যদুনাথ যেমন নিষ্ঠাবান ব্রাহ্মণ, তেমনি কৰ্ত্তব্যশীল ও দ্যায়বান কৰ্ম্মচারী ছিলেন। সীতারামের অনুপস্থিতি কালে তিনিই তাহার নামে রাজ্যশাসন করিতেন, আবস্তক হইলে তিনি যুদ্ধাভিযানে রাজ্যরক্ষা করিতে পরায়ুখ হইতেন না ; সে দৃষ্টান্ত আমরা পূৰ্ব্বে দিয়াছি { ৫৬৬ খৃঃ)। যন্ত্রনাথের একমাত্র পুত্র গিরিধরের অন্নপ্রাশন কালে ১১১৪ সালে (১৭০৮ খৃঃ ) সীতারাম ভিক্ষাস্বরূপ যে ১০ খাদা বা ২৫০ বিঘা ভূমিদান করিয়াছিলেন, তাহার সনদ এখনও কামুটিয়ার মজুমদারবংশীয়গণের গৃহে আছে। সীতারামের স্বাক্ষর-সম্বলিত ঐ সনন্দের প্রতিলিপি যন্ধুবাবুর পুস্তকে ও অন্তান্ত গ্রন্থে প্রকাশিত হইয়াছে। গিরিধরের পৌত্র কাশীনাথ ও গুরুপ্রসাদ অদূরবর্তী কামুটিয়া গ্রামে আসিয়া বাস করেন। তথায় তাহাদের বংশধরগণ এখনও আছেন। কাশীনাথের প্রপৌত্র আশুতোষ বরাশাট কাছারীর নায়েব এবং গুরুপ্রসাদের পৌত্র জানকীনাথ ৯০ বৎসর বয়সে এখনও জীবিত আছেন। কামুটিয়ার মজুমদার বংশ দেওয়ান যন্ত্রনাথ মজুমদার | গিরিধর মজুমদাব | রামগোধিন্দ |-- I- | কাশীনাথ গুরুপ্রসাদ | তারিণীশঙ্কর বিশ্বনাথ দুর্গাচরণ জানকীনাথ | | T----—------- l যোগেন্দ্রনাথ আশুতোষ ੇਲ਼ | জীঃ জীঃ যতীন্দ্রনাথ