পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুন্সী বলরাম দাস やめ〉 তেমনই মধুর ; তিনি যেমন বিশ্বাসী, তেমনই কৰ্ম্মদক্ষ। গীতারাম প্রদত্ত প্রায় সকল সনন্দে মুলী বলরামের শ্ৰীসহি দেখিতে পাওয়া যায়। বলরাম নিঃসন্তান ; তাহার জ্যেষ্ঠভ্রাতা হরিরাম ও রামরামের বংশধরগণ এখনও মুন্সী উপাধিধারী হইয়া সম্পত্তিশালী তালুকদার রূপে কাদিরপাড়ায় বাস করিতেছেন। মহাত্মা নরহরি দাস হইতে বংশধারা এইরূপ : (১) নরহরি-বিষ্ঠানন্দ– কাশীশ্বর—কংসারি—বলাইরত্ন-(৬) কৃষ্ণানন্দ-(৭) জনাৰ্দ্দন-(৮) রাজীবলোচন ; ইনি প্রথম কাদিরপাড়ায় বাস করেন। কাদিরপাড়ার মুলী বংশীয়দিগের প্রদত্ত তালিক হইতে এই ধারা লিখিত হইল । কিন্তু বল্লাল সেনের সমসাময়িক নরদাস হইতে সপ্তদশ শতাব্দীর শেষভাগে আবিভূর্ত রাজীবলোচন পৰ্য্যন্ত অন্ততঃ পাঁচশত বর্ষ হয়। উহার মধ্যে অন্ততঃ ১২১৩ পুরুষ হওয়া উচিত ; সেস্থলে আমরা মাত্র আট পুরুষের নাম পাইতেছি । এইজন্ত মনে হয় এই তালিকার কোন স্থানে ৩৪ পুরুষ বাদ পড়িয়া গিয়াছে। রাজীবলোচন হইতে বংশাবলী দেখাইতেছি – রাজীবলোচন দাস মজুমদার ( সাং কাদিরপাড়া ) – | ੇ ཤའ།།༢ দুর্গারাম বা বলরাম মুলী | -- প্রেমনারায়ণ মুন্সী বানাল মুন্সী | কৃষ্ণকান্ত রঘুনাথ | 1– – শম্ভুনাথ | | | গোবিন্যনাথ কৃষ্ণনাথ হরিনাথ _ |-- l— | | i | গতিনাথ ಟ್ಯ ༢r་ཤགས་ যদুনাথ | | | | ত্ৰৈলোক্যনাথ তেজেঞ্জ হেমেন্দ্র যতীন্দ্রনাথ গোপেন্দ্র ബജ