পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুশ্চ জারিংশ পরিচ্ছেদ-ইংরাজ আমলের পূৰ্ব্ববর্তী কয়েকটি প্রাচীন রাজস্য-বংশ সত্রাজিৎপুরের সিংহ বংশ-ইহার বাৎস্ত গোত্রীয়, দক্ষিণ রাঢ়ীয় মৌলিক কায়স্থ। অতি প্রাচীন কাল হইতে বাৎস্ত-গোত্রীয় সিংহগণ বঙ্গের যেখানেই গিয়াছেন, প্রায় সৰ্ব্বত্রই রাজদণ্ড পরিচালন করিয়া দেশের ও সমাজের মধ্যে উচ্চ প্রতিপত্তির সঙ্গে বাস করিয়াছেন। সন্ধ্যাকর নন্দী-কৃত ‘রাম চরিত’ পাঠে অবগত হওয়া যায়, যে বঙ্গে পাল রাজগণের সময় উত্তর ও পশ্চিম রাঢ়ের অধিকাংশ এই সিংহ বংশের করায়ত্ত হয়। সেন রাজগণের সময়ে উত্তর রাঢ়ীয় সমাজে এই বংশীয় কয়েকজন কৌলীন্ত লাভ করেন, চাচড়ার রাজাদিগের প্রসঙ্গে আমরা তাহার উল্লেখ করিয়াছি (৪৭৭ পৃঃ)। এই উত্তর রাঢ় হইতে রাজা কেশব সিংহ দক্ষিণ রাঢ়ে আন্মুল সমাজ প্রতিষ্ঠা করিয়া বাস করেন এবং তথায় রাজ্যস্থাপন করিয়া রাজত্ব করেন। র্তাহার কৌলীন্ত ছিল না, এজন্য তদ্বংশীয় দক্ষিণুরাঢ়ীয় কায়স্থগণ মৌলিক শ্রেণিভুক্ত। উহারা যেখানে গিয়াছেন, সেক্ট স্থানে উচ্চ কুলীনের সহিত সম্বন্ধস্থাপন এবং স্বজাতি ও সমাজ পোষণের হেতু হইয়া গোষ্ঠীপতিত্ব লাভ করিয়াছেন। আঙ্গুলের সিংহ এ দেশে মাধারণতঃ 'আমুলিয়ার সিংহ বলিয়া পরিচিত। হুগলীর অন্তর্গত মহানাদ, যশোহরে পাজিয়া, ভেরচি ও সত্ৰাজিৎপুরে, খুলনার মধ্যে মাগুরা ও আমাদি প্রভৃতি স্থানে এবং বরিশালের অন্তর্গত রায়েরকাটিতে আনুলিয়ার সিংহগণ বাস করিতেছেন। বারভুঞার অন্ততম, ভূষণাধিপতি মুকুন্দরাম রায় এই ৰাংস্ত সিংহ-বংশীয় এবং রাজা কেশব সিংহের বংশধর। তিনি কিরূপে ভূষণায় রাজ্য স্থাপন করেন (৩৯-৪১ পূঃ) এবং তৎপুত্র সত্ৰাজিং বা শাহজাদা রায় কিরূপে মোগলের অধীন থানাদার হইয়া কুট-নীতির প্ররোচনায় স্বীয় মরণের পথ প্রশস্ত করেন (৫২১ খৃঃ), তাহা আমরা পূৰ্ব্বে দেখাইয়াছি। সত্রাজিৎ ভিন্ন মুকুনরামের শিবরাম প্রভৃতি আরও কয়েকটি পুত্র ছিলেন। সত্রাজিং নবগঙ্গ কুলে নিজনামে সত্রাজিৎপুর নগরী স্থাপন করিয়া তথার বাস করেন (১৬৩৭); শিবরাম মধুমতী তীরবর্তী ইটন (ইতন) গ্রামে বামস্থান নির্দেশ করেন। সত্রাজিতের বংশধবের সত্ৰাঞ্জিংপুরের