পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७8रै যশোহর-খুলনার ইতিহাস বাখর • জোর করিয়া সেলিমাবাদ দখল করিতে আসিলে জয় নারায়ণের সহিত তাহার কয়েকটি রীতিমত যুদ্ধ হয় ; শেষ যুদ্ধে জয়নারায়ণ বাখরকে পরাস্ত করি.২২ট কামান জিতিয়া লন। । বৰ্গী হাঙ্গামার জন্ত গ্রজ পলাইবা যাওয়ার জয়নারায়ণ কিছুকাল নবাবের রাজস্ব সরবরাহ করিতে ন পারি। ঢাকার কারারুদ্ধ হন। কারা-যন্ত্রণ সন্থকরিতে না পারিয়া তিনি জমিদারী ইস্তাফা দিয়া আসেন। কিন্তু তখনকার নিয়ম ছিল, শুধু জমিদারের ইস্তাফ দিলে চলিত না, তাহার দেওয়ানকে ঐ ইস্তাফা পত্রে সহি করিতে হইত। এই সময়ে কীৰ্ত্তিপাশার জমিদার বংশের আদিপুরুষ কৃষ্ণরাম সেন জয়নারায়ণের দেওয়ান ছিলেন। তিনি কিরূপে মনিবের সম্পত্তি ইস্তাফা করিতে রাজি না হইয়া কারাগারে নিক্ষিপ্ত হন, এবং পরে স্বীয় অসামান্ত উদারতা ও দানশীলতার গুণে শুধু নিজের নিষ্কৃতি নহে, রাজার জমিদারীরও উদ্ধার সাধন করেন, তাহ আমরা অন্ত প্রসঙ্গে সমালোচনা করিয়াছি (৪৮৮৯ পূঃ); জয়নারায়ণ স্বতঃ প্রবৃত্ত হইয় প্রায় ত্ৰিশ হাজার টাকা আয়ের একটি তালুক দান করিয়া প্রভূভক্ত দেওয়ানকে পুরস্কৃত করেন। ইহাই কীৰ্ত্তিপাশার জমিদারীর মূল। জয়নারায়ণের মৃত্যুর পর নবাব সিরাজ উদ্দৌলার প্রিয়পাত্র পূৰ্ব্বোক্ত আগ বাখর সেলিমাবাদ গ্রাস করির বসেন। অনেক কষ্টে উহার ॥১• অংশ মাত্র রাজাদের হাতে থাকে। জয়নারায়ণের পুত্র শিবনারায়ণ বাখরের মৃত্যুর পর (১৭৫৮) ইংরাজ গবর্ণর ভেরেলষ্ট সাহেবের অনুগ্রহে ও কোম্পানির দেওয়ান গোকুল চন্দ্র ঘোষালের সাহায্যে অবশিষ্ট ॥U১• অংশের পুনরুদ্ধার করেন। এই গোকুল ঘোষাল, ভূকৈলাস-রাজবংশের প্রতিষ্ঠাতা। শিবনারায়ণ পুরষ্কার স্বরূপ গোকুলকে নষ্ট-রাজ্যের অৰ্দ্ধাংশ অর্থাৎ v১৫ অংশ দান করেন। গোকুলের মৃত্যুর পর তাহার পৌত্র কালীশঙ্কর আরও v১৭॥• অংশ খরিদ করেন। সুতরাং এক্ষণে সেলিমাবাদের ॥১২॥• অংশ ভূকৈলাসের ঘোষাল রাজগণের হস্তগত এবং ঝালকাটির নিকট গুরুধামে তাহাজের সদর কাছাৰী ।

  • इनिहे यषब निज *ब्रनन बूछब्रभ8प्ववभूब्रज मtथा बाषब्रभङ नांवक वांजाङ्ग इन्नि क८ब्रम ॥ ४३ौ हरेरठ नबऽ cजणांद्र बबिहें दीर्थब्रश्नंछ इहेब्रांरह ॥ Beveridge. p. 43.
  • बांकुण, ९७***

? अनिक «णषक vaांश्मिौ कूबांद्र cनन शैर्डिनांल-अबिगांद्र बएवंब कुछौ भूब्रष ।